একাধিক মামলার আসামিকে জামিন দেওয়ার প্রতিবাদে পঞ্চগড়ে মানববন্ধন

স্নিগ্ধা খন্দকার, পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের নেতা কুদরত ই খুদা মিলনের জামিনের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে পঞ্চগড় জেলা জজ আদালতের সামনে বাংলাবান্ধা ইউনিয়নের সিপাইপাড়া ও ভজনপুরের সাধারণ মানুষ এই মানববন্ধনের আয়োজন করে।
মানববন্ধনে মিলন চেয়ারম্যানের নির্যাতনের শিকার আব্দুল হামিদসহ প্রায় অর্ধশত ভুক্তভোগী অংশ নেন এবং বক্তব্য দেন।
বক্তারা অভিযোগ করেন, মিলন একজন ভূমিদস্যু, মামলাবাজ, মাদক ব্যবসায়ী, নারী লোভী এবং ভারতীয় গরু পাচারের দালাল। এছাড়া তিনি বাংলাবান্ধা স্থলবন্দরে পাথর সিন্ডিকেট নিয়ন্ত্রণ করেন এবং রাজনৈতিক প্রভাবে বিএনপির অফিস ভাঙচুর, দলীয় কর্মীদের মারধর ও দোকানপাট লুটপাটের সঙ্গে জড়িত। বোদা উপজেলায় ককটেল বিস্ফোরণের ঘটনায়ও তার সম্পৃক্ততা রয়েছে।
তারা আরও বলেন, মিলনের বিরুদ্ধে একাধিক মামলা থাকা সত্ত্বেও কীভাবে তিনি জামিন পেলেন, তা বিস্ময়ের বিষয়। যেখানে উচ্চ আদালতও তাকে জামিন দেয়নি, সেখানে পঞ্চগড় আদালত থেকে মাত্র ৯ দিনের মাথায় তিনি মুক্তি পেয়েছেন। বক্তারা অবিলম্বে তাকে পুনরায় গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
মানববন্ধন শেষে জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট দপ্তরে মিলনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবিতে স্মারকলিপি দেওয়া হয়।