ঢাকা | এপ্রিল ২৭, ২০২৫ - ১২:৪১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

পত্নীতলায় বিএনপি’র দ্বি বার্ষিক কাউন্সিলে সিরি সভাপতি ও ফারুক সাঃসম্পাদক নির্বাচিত

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Tuesday, April 15, 2025 - 1:07 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 5 বার
মিজানুর রহমান, পত্নীতলা (নওগাঁ) প্র‌তি‌নি‌ধি – নওগাঁর পত্নীতলায় থানা বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিল অনু‌ষ্ঠিত হয়েছে। কাউ‌ন্সিলে মোকছদুল হক সিরি সভাপ‌তি এবং আব্দুল্লাহ আল ফারুক সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
সোমবার নজিপুর সিদ্দিকীয়া ফাজিল মাদ্রাসায় প্রত্যক্ষ ভোটের মাধ্যমে সভাপতি, সাধারণ সম্পাদক ও ২ জন সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচন অনু‌ষ্ঠিত হয়।
এতে মোকছেদুল হক সিরি ৬৪৭ ভোট পেয়ে সভাপতি, আব্দুল্লাহ আল ফারুক ৬৪০ ভোট পেয়ে সাধারণ সম্পাদক, নজরুল ইসলাম ৬১৩ ভোট পেয়ে ১ম সাংগঠনিক সম্পাদক এবং রমজান আলী সরদার ৬০১ ভোট পেয়ে ২য় সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন। উপজেলার ১১ ইউনিয়নের মোট ভোটার ছিল ৭৩৫ জন। এর মধ্যে প্রাপ্ত ভোট ৬৮২।
নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ও জেলা বিএনপির সদস্য এমদাদুল হক মুকুল বলেন, শান্তিপূর্ণভাবে উৎসব মুখর পরিবেশে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়েছে।

Proudly Designed by: Softs Cloud