ঢাকা | এপ্রিল ২২, ২০২৫ - ১১:৩০ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

পানছড়িতে পুলিশের অভিযানে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল উদ্ধার

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Tuesday, April 15, 2025 - 1:08 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 8 বার
খাগড়াছড়ি প্রতিনিধি : খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার  চেঙ্গী ইউনিয়নের চন্দ্রকার্বারী পাড়ায় পুলিশের অভিযানে একটি পরিত্যক্ত মাটির ঘর থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন এবং এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, জনৈক জগৎ মিত্র চাকমার পরিত্যক্ত ঘরে কতিপয় সন্ত্রাসী অবস্থান করছে। সংবাদের সত্যতা যাচাইয়ের জন্য মঙ্গলবার (১৫ এপ্রিল) বেলা  ১২টা টার দিকে অফিসার ইনচার্জ (ওসি) জসীম উদ্দীন এর নেতৃত্বে একটি পুলিশ দল ঘটনাস্থলে পৌঁছায়।
পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন অজ্ঞাতনামা সন্ত্রাসী পালিয়ে যায়। পরে ওই পরিত্যক্ত ঘর তল্লাশি করে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।
পানছড়ি থানার ওসি জসীম উদ্দীন জানান, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং পলাতক সন্ত্রাসীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

Proudly Designed by: Softs Cloud