ঢাকা | এপ্রিল ১৭, ২০২৫ - ৭:৫৪ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

ধামইরহাটে পহেলা বৈশাখ উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ও লোকজ মেলা অনুষ্ঠিত 

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Tuesday, April 15, 2025 - 1:10 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 11 বার
মাসুদ সরকার, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর ধামইরহাটে উপজেলা প্রশাসনের আয়োজনে পহেলা বৈশাখ উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ও লোকজ মেলা অনুষ্ঠিত হয়েছে। বর্ণাঢ্য আয়োজনে ১৪ এপ্রিল সকাল ৯টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত নববর্ষ-১৪৩২ উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,
শিক্ষক-শিক্ষার্থী, রাজনৈতিক নেতৃবৃন্দ ও নানা পেশার মানুষের অংশগ্রহণে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মোছা. জেসমিন আক্তার এর নেতৃত্বে উপজেলা চত্বর থেকে একটি আনন্দ শোভাযাত্রা বের হয়ে উপজেলার প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করেন। শোভাযাত্রায় অন্যান্যদের মাঝে আরও উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. তৌফিক আল জুবায়ের, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. ওয়াজেদ আলী, যুব উন্নয়ন অফিসার কামরুজ্জামান সরদার, সমাজসেবা অফিসার এ টি এম ফসিউল আলম, প্রকল্প বাস্তবায়ন অফিসার মনছুর আলী, মাধ্যমিক শিক্ষা অফিসার শেখ আব্দুল্লাহ আল মামুন,
উপজেলা প্রকৌশলী মো. আব্দুল হাকিম, বনবিট অফিসার আনিসুর রহমান, তথ্যসেবা অফিসার ইসকিতা আফরিন, ধামইরহাট থানার ওসি মো. আব্দুল মালেকসহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকগণ ও সাধারণ জনগণ।
শোভাযাত্রা শেষে উপজেলা স্মৃতিসৌধ চত্বরে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মোছাঃ জেসমিন আক্তারের সভাপতিত্বে দিনব্যাপী লোকজ মেলার উদ্বোধন করেন এবং উদ্বোধন শেষে এক সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলা শিল্পকলা একাডেমির প্রশিক্ষক মোস্তফা কামাল জিন্না চৌধুরীর নেতৃত্বে স্থানীয় সংস্কৃতি ও ঐতিহ্যকে তুলে ধরে শিল্পকলা একাডেমীর শিল্পীদের গান, নৃত্যে ও কবিতা আবৃত্তি  উপস্থনায় অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়। সবশেষে উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক চিত্রাংকন প্রতিযোগিতায় ৩টি ক্যাটাগরীতে ৯ জন শিক্ষার্থীকে পুরস্কৃত করেন।

Proudly Designed by: Softs Cloud