অজ্ঞাত বৃদ্ধা মহিলার দায়িত্ব নিলেন সিংড়ার ইউএনও
রাজু আহমেদ, নাটোর: নাটোরের সিংড়া বাসষ্ট্যান্ডে পাওয়া অজ্ঞাত বৃদ্ধা মহিলার দায়িত্ব নিয়েছেন সিংড়ার নতুন ইউএনও এম.এম. সামিরুল ইসলাম।
শুক্রবার রাতে বাসষ্ট্যান্ডে ঐ বৃদ্ধা মহিলাকে দেখতে পায় উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি জুবায়ের আহমেদ জয় ও যুগ্ন সম্পাদক বনি আহমেদ। বৃদ্ধা ঐ মহিলা খুব অসুস্থ থাকায় তাঁর নাম পরিচয় জানা সম্ভব হয়নি।
পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দেন সিংড়া মডেল প্রেসক্লাব সভাপতি রাজু আহমেদ ও সাংবাদিক রবিন খান। পরে বিষয়টি ভাইরাল হলে ইউএনও ঐ বৃদ্ধা মহিলার দায়িত্ব গ্রহণ করেন। রাতেই ঐ মহিলাকে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করা হয়। পরে তাঁকে দুটি কম্বল দেন এবং খাবার ব্যবস্থা করেন। বর্তমানে বৃদ্ধা ঐ মহিলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ চিকিৎসাধীণ অবস্থায় রয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার এম এম সামিরুল ইসলাম বলেন,খবর পেয়ে রাতে ঐ বৃদ্ধাকে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করা হয়েছে। সেখানে ডাক্তারের তত্ববধানে রয়েছে। সন্ধান না পেলে সেভ হোমে পাঠানোর ব্যবস্থা করা হবে।