ঢাকা | ডিসেম্বর ২৩, ২০২৪ - ৭:০৫ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

মাতারবাড়ী কয়লাবিদ্যুৎ প্রকল্পে নিয়োজিত শ্রমিক ছিনতাইয়ে শিকার!

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Sunday, December 20, 2020 - 5:43 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 157 বার

রকিয়ত উল্লাহ, মহেশখালী : মাতারবাড়ী কয়লা বিদ্যুৎ প্রকল্পে নিয়োজিত এক শ্রমিক ছিনতাইয়ে শিকার হয়েছে বলে জানা গেছে। এসময় ছিনতাইকারীরা মোবাইল, নগদ অর্থসহ কেড়ে নিয়ে মাথায় আঘাত করে পালিয়েছে। ঘটনাটি ঘঠেছে ধলঘাটার উত্তর মুহুরি ঘোনায়।

স্থানীয়সূত্রে জানা যায়,গতকাল সন্ধ্যা ৭টার দিকে মাতারবাড়ী কয়লাবিদ্যুৎ প্রকল্পের চিনোহাইড্রোর সাধারণ শ্রমিক সাইফুল্লাহ কয়লাবিদ্যুৎ প্রকল্প এলাকার পার্শ্ববর্তী উত্তর মুহুরি ঘোনায় কিছু বাজার ও বাড়ীতে বিকাশে টাকা পাঠানোর জন্য গেলে স্থানীয় আব্দুল মোনাফের পূত্র ইব্রাহিমের নেতৃত্বে ইমন, তৌহলী মানিকসহ কয়েকজন মিলে দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে মোবাইল নগদ টাকা ছিনিয়ে নেয়। এসময় মোবাইল দিতে না চাইলে তাকে মেরে মাথা পাটিয়ে চলে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসা করে প্রকল্পে পাঠিয়ে দেয়। আহত শ্রমিক সাইফুল্লাহ জানান,বাড়ীতে টাকা পাটানোর জন্য গেলে হঠাৎ কয়েকজন ছিনতাই কারী এসে আমাকে মেরে মাথা পাটিয়ে মোবাইল টাকা নিয়ে পালিয়ে যায়। এবিষয়ে মাতারবাড়ী কয়লাবিদ্যুৎ প্রকল্পে নিয়োজিত এক কর্মকর্তা জানান আমাদের প্রকল্পে নিয়োজিত একজন শ্রমিক উত্তর মুহুরি ঘোনায় কেনাকাটা করতে গেলে ছিনতাইয়ের শিকার হয়েছে। তার জন্য উধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এবিষয়ে মাতারবাড়ী পুলিশ ফাঁড়ির আইসি শাখাওয়াত হোসেন জানান, আমরা কোন অভিযোগ পাইনি, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।