ঢাকা | ডিসেম্বর ২৪, ২০২৪ - ৮:৪৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

যশোরে মার্কিন ডলারসহ দুই পাচারকারী আটক

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Sunday, December 20, 2020 - 7:48 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 94 বার

সোহেল রানা,যশোর প্রতিনিধিঃযশোরের শার্শায় ৫ লক্ষ মার্কিন ডলারসহ দুই পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।শনিবার (১৯ ডিসেম্বর) রাতে উপজেলার নাভারন উলাশি পাকা রাস্তা উপর থেকে এলাকা থেকে একটি প্রাইভেটকারসহ তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলো- চাঁদপুর জেলার মতলব উপজেলার খাগুড়ীয়া গ্রামের রশিদ বেপারীর ছেলে হৃদয় মিয়া (২০) ও কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার তুলাতুলা গ্রামের মফিজুল ইসলামের ছেলে আশরাফুল ইসলাম (২৮)।

বিজিবি সূত্রে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি টহলদল উপজেলার
নাভারন উলশী পাঁকা রাস্তার উপর অভিযান চালিয়ে ঢাকাগামী একটি টয়োটা (ঢাকা মেট্রো-গ-৩১-৭৮০৯) প্রাইভেটকারসহ তাদেরকে আটক করা হয়।পরে প্রাইভেটকারের দরজায় ও গিয়ার বক্সে বিশেষ কায়দায় লুকানো ৫০ বান্ডিল প্রতিটিতে ১০ হাজার করে মোট ৫ লক্ষ মার্কিন ডলার পাওয়া যায়।

যার আনুমানিক সিজারমূল্য ৪কোটি ৪০ লক্ষ ৫ হাজার,৩শত টাকা।প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে তারা হুন্ডি ও স্বর্ণ চোরাকারবারীর সাথে দীর্ঘদিন যাবত জড়িত রয়েছে।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল সেলিম রেজা আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন,এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।