কিশোরগঞ্জে মুজিব বর্ষ উপলক্ষে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী
মোঃ লাতিফুল আজম, নীলফামারী প্রতিনিধি : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী” মুজিব বর্ষ” “উপলক্ষে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ধীন ক্রিয়া অধিদপ্তরের বার্ষিক ক্রিয়া কর্মসূচির ২০২০-২১ এর আওতায় জেলা ক্রীড়া অফিস নীলফামারীর ব্যবস্থাপনায় গত ২১ নভেম্বর মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ শুরু হয়।
এরই অংশ হিসেবে সমাপনী দিনে ররিবার সকালে সদর ইউনিয়নের সিপাই ডাঙ্গার ঈদগাহ মাঠ সংলগ্ন পুকুরে ৩টি প্রতিষ্ঠান ৪০ জন ছাত্র-ছাত্রী এ সাঁতার প্রশিক্ষণে অংশ গ্রহণ করেন। মাসব্যাপী এ প্রশিক্ষণ প্রদান করেন সাঁতার প্রশিক্ষক কিশোরগঞ্জ বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম আজম। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রোকসানা বেগম, কিশোরগঞ্জ বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম আজম, জেলা ক্রীড়া অফিসার আবুল হাশেম প্রমুখ।