ঢাকা | ডিসেম্বর ২৬, ২০২৪ - ১২:১৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

সিরাজগঞ্জে আসন্ন পৌরসভার বিএনপির মেয়র প্রার্থী সাইদুর রহমান বাচ্চু’র মনোনয়নপত্র দাখিল

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Sunday, December 20, 2020 - 11:36 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 109 বার

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ ঃআসন্ন সিরাজগঞ্জ পৌরসভা নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সাইদুর রহমান বাচ্চু মনোনয়নপত্র দাখিল করেছেন।

রবিবার বেলা সাড়ে ১২টার দিকে সদর উপজেলা নির্বাচন অফিসে সদর উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মো. আজিজার রহমানের কাছে তার মনোনয়নপত্র দাখিল করেন তিনি।

এ সময় তার সাথে উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সহ-সভাপতি মো. মজিবর রহমান লেবু, বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান দুলাল, সহ-সভাপতি আনিসুজ্জামান পাপ্পু, সহ-সভাপতি নাজমুল হাসান তালুকদার রানা, অমর কৃষ্ণ দাস, যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক হারুন অর রশিদ খান হাসান, মিলন ইসলাম খান, সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান, দফতর সম্পাদক তানভির মাহমুদ পলাশ, , আইন বিষয়ক সম্পাদক এ্যাড. রফিক সরকার, প্রচার সম্পাদক আলমগীর হোসেন জুয়েল, স্বেচ্ছাসেবক দলের সভাপতি আনোয়ার হোসেন রাজেশ, ধর্ম বিষয়ক সম্পাদক জাকারিয়া টুটুল, লিয়াকত আলী খান, সহ-সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আসাদ, শামীম হোসেন, সহ-দফতর সম্পাদক শেখ মোহাম্মদ এনামুল, পৌর বিএনপির আহবায়ক এ্যাড. ইন্দ্রজিত সাহা, সদর উপজেলা বিএনপির সদস্য সচিব অ্যাড. নাজমুল হাসান, জেলা মহিলাদলের নেত্রী সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান সাবিনা ইয়াসমিন হাসি, যুবদলের সভাপতি মির্জা আব্দুল জব্বার বাবু, সাধারণ সম্পাদক মোরাদুজ্জামান, সাংগঠনিক আব্দুল আলীম, সাংগঠনিক সম্পাদক মিলন হক রনজু, ছাত্রদলের সভাপতি জুনায়েদ হোসেন সবুজ, সাধারণ সম্পাদক সেরাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক রিফাত হাসান সুমন প্রমুখ।

মনোনয়নপত্র দাখিল শেষে বিএনপি মনোনিত মেয়র প্রার্থী সাইদুর রহমান বাচ্চু সাংবাদিকদের বলেন, সিরাজগঞ্জের মাটি বিএনপির দূর্জয় ঘাঁটি। এখানে সকল গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে বিএনপি যেমন অগ্রগামী থেকেছে। যখনই কোন সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হয়েছে তখনই এখানকার গণতন্ত্রপ্রিয় মানুষ বিএনপিকেই ভোট দিয়ে বিপুলভাবে বিজয়ী করেছে।

গত জাতীয় সংসদ নির্বাচনের মতো যদি নিশিরাতে ভোট ডাকাতি করা না হয়, ভোটের দিন যদি ভোটাররা নির্বিঘেœ ভোট কেন্দ্রে যেয়ে তাদের পছন্দর প্রার্থীকে ভোট দিতে পারে, তাহলে অতীতের মতো মেয়র নির্বাচনে বিএনপির প্রার্থীই বিপুল ভোটে জয়লাভ করবে ইনশাল্লাহ। এর আগে সকালে ইবি রোডস্থ জেলা বিএনপি অফিসে মনোনয়নপত্র দাখিল উপলক্ষ্যে দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন, জেলা ওলামা দলের আহবায়ক হাফেজ মাওলানা আব্দুর রাজ্জাক। সেখান থেকে নেতাকর্মীদের সাথে বিএনপি মেয়র প্রার্থী সাইদুর রহমান বাচ্চু কালেক্টরেট ভবন সংলগ্ন জেলা নির্বাচন অফিসের সামনে পৌঁছলে সেখানে বিপুল সংখ্যক জনতা তাকে স্বাগত জানান।