বগুড়া ধুনট, প্রতিপক্ষের লাঠির আঘাতে আহত বৃদ্ধের মৃত্যু।আটক ২ জন
ধুনট বগুড়া প্রতিনিধি, মোঃ হেলাল উদ্দিন সরকার ঃ বগুড়া জেলার ধুনটে প্রতিপক্ষের মারপিটে আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় তাজেল মন্ডল (৫৩) নামে এক ব্যাক্তি মৃত্যুবরণ করেছে বলে জানা গেছে। মৃত তাজেল মন্ডল উপজেলার মথুরাপুর ইউনিয়নের পীরহাটি গ্রামের অধিবাসী।
থানা সুত্রে জানা যায়, গত ৯ ডিসেম্বর দুপুরে মৃত তাজেল মন্ডলের সাথে প্রতিপক্ষ টুটুল, নজরুল, সোলায়মান, বিশা, শিপন প্রমুখের সাথে পারিবারিক কলহ হয়।একপর্যায়ে প্রতিপক্ষরা লাঠি দিয়ে তাজেল মন্ডলকে মারপিট করতে থাকে এবং গলা ধাক্কা দিয়ে ভূপাতিত করে।উপর্যুপরি আঘাত ও গলা ধাক্কায় ভিকটিম তাজেল মন্ডল অচেতন হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পল্লী চিকিৎসক দ্বারা তাকে চিকিৎসা দেওয়া হচ্ছিল। এমতাবস্তায়, অসুস্থ তাজেল মন্ডল ১৯ ডিসেম্বর শনিবার সন্ধ্যা আনুমানিক ৬.৩০ মিনিটে নিজ বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন।
এস আই প্রদীপ কুমার বর্মনের বরাতে জানা যায় ভিকটিম তাজেল মন্ডলের মরদেহ তার বাড়ি থেকে উদ্ধার করে সুরতহাল প্রতিবেদনের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে এবং
এঘটনায় অভিযুক্ত নুরু ও সোলায়মান নামে দুজনকে গ্রেফতার করা হয়েছে।