বিজয়নগরে মাস্ক না পরায় ৬ জনকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা
ফয়সাল আহমেদ, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার বিভিন্ন স্থানে মাস্ক না পরার দায়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৬ জনকে অর্থদণ্ড করা হয়েছে ।
আজ রবিবার দুপুরে উপজেলার মির্জাপুর অভিযান চালিয়ে সরকারি নির্দেশনা অমান্য করে মাস্ক পরিধান না করায় মোবাইল কোর্ট পরিচালনা করে সংক্রামক রোগ (প্রতিরোধ,নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন ২০১৮ ভঙ্গ করায় ৬জনকে ৬টি মামলায় ২৮০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কে,এম,ইয়াসির আরাফাত।
এসময় তিনি হতদরিদ্র জনসাধারণের মাঝে বিনামূল্যে মাস্ক বিতরণ করেন। এ ব্যপারে কে,এম ইয়াসির আরাফাত বলেন, জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকববে।