ঢাকা | ডিসেম্বর ২৫, ২০২৪ - ১২:৩৩ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

মানবতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করলো আমরা চরম্বাবাসী ফেসবুক গ্রুপ: সোলাইমান কাসেমী

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Wednesday, December 23, 2020 - 9:20 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 126 বার

নিউজ ডেস্কঃ-করোনাকালের এই কঠিন সময়ে আমরা চরম্বাবাসী ফেসবুক গ্রুপ এডমিন প্যানেল কর্তৃক লোহাগাড়া উপজেলার চরম্বা ইউনিয়নের ৯ ওয়ার্ডে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইসলামী গবেষক অধ্যক্ষ মাওলানা এম সোলাইমান কাসেমী বলেন, মানবতার কল্যাণে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন আমরা চরম্বাবাসী ফেসবুক গ্রুপ এডমিন প্যানেল।

শীতবস্ত্র বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন চরম্বা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকের আহমদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি অতিথি ছিলেন চরম্বা উচ্চ বিদ্যালয়ের সহ. প্রধান শিক্ষক মোহাম্মদ হোসাইন, সিনিয়র শিক্ষক বাবু প্রিয়তোষ দত্ত, হেড মাওলানা আবুল কাসেম, সিনিয়র শিক্ষক রমজান আলী, আব্দুস সালাম, পদুয়া এ সি এম উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মাওলানা গোলাম রসুল, এডভোকেট আলী হোসাইন, মাওলানা হাসান, বেলাল উদ্দিন, মোহাম্মদ মাসুম, গোলাম মাওলা প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, আমরা চরম্বাবাসী ফেসবুক গ্রুপের এ ধরণের মানবিক কাজকে আমরা স্বাগত জানাই। সেই সাথে আগামীতেও এ ধরণের ভালো ও কল্যাণমুখী মানবতার কাজ অব্যাহত রাখার আহ্বান জানান। পরিশেষে এডমিন প্যানেলের যারা সহযোগিতা করেছেন তাদের দীর্ঘায়ূ ও মঙ্গল কামনা করে বিশেষ দোয়া করা হয়।