ঢাকা | ডিসেম্বর ২৫, ২০২৪ - ১২:০৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

ভোলা সদরে ইলিশা জংশন বাজারে ভয়াবহ অগ্নিকান্ড ২৫টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Wednesday, December 23, 2020 - 9:35 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 142 বার

এম সিদ্দিক ভোলা প্রতিনিধি : ভোলা সদর উপজেলার ইলিশা জংশন বাজারে আজ বুধবার সন্ধ্যায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ইলিশা নৌ থানার একাংশসহ অন্তত ২৫টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। ফায়ার সার্ভিসের ৩টি ইউনিটের প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় রাত ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এ রিপোর্ট লেখা পর্যন্ত অগ্নিকাণ্ডে ক্ষতির পরিমাণ জানা সম্ভব হয়নি। তবে প্রথমিকভাবে ২৫টি দোকান পুড়ে গেছে এবং আরও অন্তত ১৫টি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে।

স্থানীয় ব্যবসায়ী আবুল কালাম, আমির হোসেনসহ প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে জংশন বাজারের নৌ-পুলিশ থানার পার্শ্ববর্তী একটি দোকান থেকে আগুনের সুত্রপাত হয়। তবে কোন দোকান থেকে আগুন লেগেছে তাৎক্ষণিক তা নিশ্চিত হওয়া যায়নি। পুড়ে যাওয়া দোকানগুলোর মধ্যে রেস্টুরেন্ট, তেল-গ্যাসের দোকান, তৈরী পোশাকের দোকা, মুদি দোকান, জুয়েলারি দোকার, হার্ডওয়ার, ফাস্টফুড, সুতা-জালের দোকান ও কাঠের দোকানসহ অন্তত ২৫টি দোকান পুড়ে গেছে। এ ছাড়াও আরও বেশ কয়েকটি দোকানের মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কোন হতাহতের খবর পাওয়া যায়নি।

ভোলা ইলিশা নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন কুমার পাল জানান, অগ্নিকাণ্ডে তাদের থানার রান্নাঘর ও পুলিশ সদস্যদের থাকার ব্যারাক পুড়ে গেছে। তবে মূল ভবনের কোন ক্ষতি হয়নি। সেখান থেকে তাদের গুরুত্বপূর্ণ মালামাল সরিয়ে ফেলা হয়।