নরসিংদী বেলাবর মেয়ে তনিমা বিশ্বের অন্যতম ১০ বিজ্ঞানীর একজন
হারুনুর রশিদ, বিশেষ প্রতিনিধি : নরসিংদীর বেলাব উপজেলার নারায়ণপুর ইউনিয়নের হোসেননগর গ্রামের সন্তান বিশ্ব জয়ি তনিমা। কৃষ্ণগহ্বর নিয়ে গবেষণার জন্য সায়েন্স নিউজ নামের একটি গণমাধ্যমের বাছাই করা ১০ বিজ্ঞানীর একজন হয়েছেন ২৯ বছর বয়সী বাংলাদেশি তরুণী তনিমা তাসনিম অনন্যা।
বাংলাদেশে জ্যোতির্বিজ্ঞানে উচ্চতর একাডেমি না থাকায় তিনি উচ্চতর পড়ার যুক্তরাষ্ট্রে পাড়ি জমান।
তনিমা বর্তমানে ডার্টমাউথ কলেজের একটি পোস্টডক্টোরালের গবেষণা সহযোগী।
২০১৯ সালে ইয়েল বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগে পিএইচডি সম্পন্ন করেন তনিমা তাসনিম।
তাসনিমের বাবা বাংলাদেশ জাতীয়তাবাদী দল ‘ঢাকা মহানগর উত্তর’ এর সভাপতি এম এ কাইয়ুম।
গত ৩০ সেপ্টেম্বর সায়েন্স নিউজ এ তালিকা প্রকাশ করে।
সায়েন্স নিউজ টানা ছয় বছর ধরে উদীয়মান ও ক্যারিয়ারের মাঝামাঝি থাকা সম্ভাবনাময় তরুণ বিজ্ঞানীদের তালিকা প্রকাশ করছে।
এসএনটেন : সায়েন্টিস্ট টু ওয়াচ’ শিরোনামের ওই প্রতিবেদনের সেরা বিজ্ঞানীদের তালিকায় শুরুতেই স্থান পেয়েছেন তনিমা তাসনিম।
২৯ বছর বয়সী এই জ্যোতির্বিজ্ঞানী কৃষ্ণগহ্বর নিয়ে গবেষণার ফলে এই স্বীকৃতি পেলেন।
তনিমা তাসনিম অনন্যা বলেন, বাংলাদেশে জ্যোতির্বিজ্ঞানে পড়ার সুযোগ না থাকায় আমি পেনসিলভেনিয়ার ব্রায়ান মাওর কলেজে পড়তে যুক্তরাষ্ট্রে চলে এসেছিলাম।
সায়েন্স নিউজের ওয়েবসাইটে লেখা হয়েছে, পাঁচ বছর বয়সেই তনিমা তাসনিমের মনে মহাকাশ বিজ্ঞানের স্বপ্ন বুনে দেন মা।
তিনি শোনাতেন মঙ্গলে অভিযানে যাওয়া পাথফাইন্ডার মহাকাশযানের গল্প। সেই থেকেই বিজ্ঞানের প্রতি আগ্রহ তনিমার। তখন হতেই তিনি মহাকাশ বিজ্ঞানের স্বপ্নচারী ছিলেন।