ঢাকা | ডিসেম্বর ২৪, ২০২৪ - ১১:৩৮ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

দ্বিতীয় ধাপে সিরাজগঞ্জ সদর সহ পাঁচটি পৌরসভার নির্বাচন ১৬ জানুয়ারী

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Wednesday, December 23, 2020 - 10:53 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 91 বার

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ ঃ সিরাজগঞ্জ জেলায় দ্বিতীয় ধাপে সদর পৌরসভা সহ পাঁচটি পৌরসভার নির্বাচন আগামী ১৬ জানুয়ারী-২০২১ অনুষ্ঠিত হবে। সিরাজগঞ্জ জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায় যে, সিরাজগঞ্জ জেলার পাঁচটি পৌরসভার মধ্যে সিরাজগঞ্জ সদর পৌরসভা, রায়গঞ্জ, বেলকুচি, উল্লাপাড়া ও কাজিপুর পৌরসভার মেয়র, সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থীতার চূড়ান্ত ভাবে নির্বাচিত করার ভোটগ্রহণ আগামী ১৬ জানুয়ারী-২০২১ আনুষ্ঠানিক ভাবে অনুষ্ঠিত হবে।

কাজিপুর পৌরসভাতে এই প্রথম বারের মতো ভিএম এর মাধ্যমে ভোটারগণ ভোট প্রদান করবেন। এছাড়াও বাকি পৌরসভা সিরাজগঞ্জ সদর, রায়গঞ্জ, বেলকুচি, উল্লাপাড়া এ চারটিতে ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ করা হবে বলে জানা রিটানিং কর্মকর্তা।

দ্বিতীয় ধাপে পৌরসভার নির্বাচনে, ইতিমধ্যে মেয়র ও সকল কাউন্সিলদের মনোনয়ন পত্র গত ২০ ডিসেম্বর দাখিল শেষে গত ২২ ডিসেম্বর বাছাই পর্ব শেষ হয়েছে। এবং আগামী ২৬,২৭ ও ২৮ ডিসেম্বর যে কোন প্রার্থী তার প্রার্থীতার যোগ্যতার পূনঃ বিবেচনার জন্য আপীল করতে পারবেন। এবং ২৯ ডিসেম্বর যে কোন প্রার্থী তার মনোনয়ন পত্র প্রত্যাহার করার দিন, তারিখ ধার্য্য করা হয়েছে।

জেলার পাঁচটি পৌরসভাতেই আগামী ৩০ ডিসেম্বর প্রাথীগণের প্রতীক বরাদ্দ ঘোষনা করা হবে। আসন্ন সিরাজগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত বর্তমান মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা সিরাজী, বিএনপি থেকে মনোনীত প্রার্থী মোঃ সাইদুর রহমান বাচ্চু, স্বতন্ত্র প্রার্থী টি, আর, এম নূর- এ- আলম হেলাল মোট তিনজন ৷

সাধারণ কাউন্সিলর প্রার্থীর মোট মনোনয়ন পত্র দাখিল ১০৭ জন, এর মধ্যে বাতিল হয়েছে ১৫ জনের, সম্ভব্য বৈধ প্রার্থী ৯২ জন, মহিলা সংরক্ষিত কাউন্সিলর প্রার্থী মোট মনোনয়ন পত্র দাখিল ২৯ জন, বাতিল ৯ জন, সম্ভব্য বৈধ প্রার্থী ২০ জন। সিরাজগঞ্জ পৌরসভার ১৫ টি ওয়ার্ডে দ্বিতীয় ধাপের নির্বাচন নিয়ে প্রার্থীতাদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা নিয়ে নির্বাচনী জয়ী হওয়ার জন্য নিজ নিজ এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।