ঢাকা | ডিসেম্বর ২৪, ২০২৪ - ১২:৪৪ পূর্বাহ্ন

কবিতা  ***এলোমেলো ভাবনা ***

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Thursday, December 24, 2020 - 10:41 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 125 বার

******** আবেদা সুলতানা

অনেক দিন পর ভুলেই গিয়েছিলাম
স্মৃতির কোঠায় জমা ইতিহাস গুলো
উল্টে পাল্টে দেখছি,
দেখি কিছু খুঁজে পাই কিনা?
বৃষ্টি ভেজা সেই স্নিগ্ধ আকাশ
বাতাসে ভেসে বেড়ানো
জংলী ফুলের সুভাষ,
কিছু সময় হারিয়ে যাবার
কিছু সময় খুঁজে নিয়ে ধরে রাখবার।
কখনো সময় আসে বুঝে নেবার, বুঝিয়ে দেবার
আবার কিছু সময় আসে
সময় কে কাজে লাগাবার,
জানি না সময়ের আলাদা আলাদা নিয়ম আছে কিনা? তবে আমি কোন নিয়মে চলি তাও জানি না।
হারিয়ে যাওয়া সময় টাকে মুঠোয় নিয়ে আছি
কি পেয়েছি কি হারিয়েছি হয়নি হিসাব করা,
খাঁচায় পুষতে চাই সুন্দরের সকল ধারনা।
ধুলোময় গোলকের জালে আছে যে তাপ
দক্ষিণের বিনম্র ঝাঁঝালো বাতাস,
প্লাবনের শেষে ছড়িয়ে ছিটিয়ে আছে
জগতময় সিঁড়িপথ!
মাকড়সার জালে পতঙ্গের আজন্ম আতঙ্ক
ক্যানভাসের পিছনে উুঁকি মারে নীল আকাশ,
পাতাবিহীন গাছে ফুটেছে লাল লাল পলাশ।
বুঝলাম হারিয়ে যাওয়া কোন কিছুই ফিরে আসে না
শরীরের নিঃশ্বাসের মতো হারিয়ে যায় চিরতরে।
সময়-স্রোত-ইচ্ছা-স্বপ্ন, আমি না চাইলেও যায় চলে
আত্ম অনুভুতির অর্থহীন মেঘ শুধু চলেছে উড়ে,
বিকেলের কাছে ঝলসে যাওয়া দুপুরের কান্না
রাত পেরিয়ে ভোরের আগমনের নেই কোন মানা
দৌড়ে পেরিয়ে গেলে সব অতীত ভবিষ্যতের স্বপ্ন শেষ।