কবিতা ** চলে যাবো কোন একদিন***
*** আবেদা সুলতানা ***
আমার দেহ কোন একদিন চলে যাবে
খেজুরের কাঁটা ঘেরা নতুন কবরে!
আমার কবর যেন কুমারী বৃষ্টিতে ভিঁজে
আমার কবরে যেন জোছনার আলোয় ভাসে
আমার মাথার কাছে একটা রাঁধাচূড়া জাগে
আমার পায়ের কাছে একটা কৃষ্ণচূড়া থাকে
আমার বুকে যেন অবারিত বুনো ঘাস জন্মায়
আমার শিয়রে যেন একটা লেবু গাছ ফুল ফুটায়।
আমার কবর হউক আমার জন্মস্থান, আমার গ্রামে
বাবা আর মায়ের বসবাস যে কবরে।
আমার মাথার কাছে একটা রাঁধাচূড়া
আর পায়ের কাছে একটা কৃষ্ণচূড়া গাছ।
রাঁধাচূড়ার নিচে একটা লেবু গাছ থাকুক,
হে প্রিয়-প্রতি বর্ষার প্রথম দিনে,
মেঘ মেলায় আমার কবরের পাশে তোমার নিমন্ত্রণ
তোমাকে রেখে যাবো মেঘের ভাঁজে ভাঁজে
তোমাকে রেখে যাবো জোছনার নরম আলোর মাঝে
তোমাকে রেখে যাবো বসন্তের সুখী পাখিদের গানে
তোমাকে রেখে যাবো কঁচি পাতার সবুজ রঙে,
তোমাকে রেখে যাবো লেবু ফুলের তীব্র ঘ্রাণে
তোমাকে রেখে যাবো পৌষ, শ্রাবণ আর অঘ্রানে,
তোমাকে রেখে যাবো মমী করা হৃদয়ে ভালোবেসে
তোমাকে রেখে যাবো পৃথিবীর জল, মাটি আর ঘাসে।
বুকে হাত দিয়ে নিজের হৃদপিন্ড স্পর্শ করবে
নিজেকে অনুভব করবে সম্পূর্ণ নতুন করে।
প্রাণ ভরে উপভোগ করো পৃথিবীর মায়া, মোহ, ভ্রম; বিব্ভ্রম, অধ্যাস, অলিকতা!
প্রতিক্ষণে মায়ার প্রহেলিকা।