জয়পুরহাটে ট্রেন-বাস দুর্ঘটনায় ৭ দিন পর ড্রাইভারের মৃত্যু
সুলতান মাহমুদ,জয়পুরহাট প্রতিনিধিঃ ২৭ ডিসেম্বর, ২০জয়পুরহাটে গত ১৯ ডিসেম্বর পুরানাপৈল রেলগেটে বাস ও ট্রেনের দুর্ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় এক সপ্তাহ পর বাসের ড্রাইভার মামুনুর রশিদ (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে।
গত শনিবার সন্ধ্যায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে (শজিমেক) চিকিৎসাধীন তিনি মারা যান। এনিয়ে মোট মৃত্যুর সংখ্যা ১৩ জন। নিহত মামুনুর রশিদ জয়পুরহাট সদর উপজেলার হারাইল গ্রামের আব্দুল মান্নানের ছেলে। রাতেই তার লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয় এবং রবিবার দাফন সম্পন্ন হয়।
মৃত্যুর ঘটনা নিশ্চিত করে জয়পুরহাট থানার অফিসার ইনচার্জ এ.কে.এম আলমগীর জাহান বলেন, বাসের ড্রাইভার মামুনুর রশিদের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। এ বিষয়ে সান্তাহার জিআরপি থানা প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।