কবিতা ■ নিশি সংলাপ ■
– রিটন মোস্তফা
ইদানিং রাত যত গভীর হয়
একাকীত্ব ততটাই ঘনিষ্ঠ হয়।
ভাঙতে থাকে বুকের পাহাড়
বাড়তেই থাকে গোপন কষ্ট।
গুনে গুনে ঘড়ির কাটায় দম
দুলতে থাকে স্মৃতির সুতোই।
দূর থেকে ভেসে আসে গান
পথ ভোলা কোন ভিত পথিকের।
কংক্রিট দেওয়ালে চলে রোল
সেই ফেলে আসা তেপান্তরের।
ঘোমটা দিয়ে চাঁদের ঝিমুনি
টলে ওঠে বুকের ঠুনকো হৃৎপিণ্ড।
সাহারার বুকে ওঠে বালিঝড়
চোখের পাতায় সে কি যন্ত্রণা।
প্রহসনের একেকটি অধ্যায়ে
ফুটে ওঠে হিন্দোলার অবয়ব।
এই রাতগুলো এরকমই ইদানিং
ভীষণ একাকীত্বের, ভীষণ কষ্টের।