ঢাকা | ডিসেম্বর ২৩, ২০২৪ - ৭:১৮ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

সাপাহারে কৃষক সংগঠনের উদ্বোধন

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Tuesday, December 29, 2020 - 4:17 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 93 বার

সোহেল চৌধুরী রানা, সাপাহার (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর সাপাহারে কৃষকদের সমন্বয়ে গঠিত বড়মির্জাপুর কৃষক সংগঠনের শুভ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দুপুরে আলোহা সোসাল সার্ভিসেস বাংলাদেশ এর সার্বিক তত্বাবধায়নে উপজেলার বড় মির্জাপুর গ্রামের কৃষকদের নিয়ে গঠিত ওই সংগঠনের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান হোসেন মন্ডল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে সংগঠনটির শুভ উদ্বোধন ঘোষণা করেন।

এসময় ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) সোহরাব হোসেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মুজিবুর রহমান, কৃষি সম্প্রসারণ অফিসার মুনিরুজ্জামান টকি, ভাইস চেয়ারম্যান আব্দুর রশিদ, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস সরকার, আলোহা সোসাল সার্ভিসেস বাংলাদেশ, সমন্বয়ক এসোসিয়েসন নজরুল ইসলাম, প্রকল্প সমন্বয়কারী বেলাল উদ্দীন আহমেদ, সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার আতাউর রহমান সেলিম, প্রেস ক্লাব সভাপতি জাহাঙ্গীর আলম মানিক প্রমূখ উপস্থিত ছিলেন।