শুভ বড়দিনের চতুর্থ দিনের অনুষ্ঠানে আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শম্ভুজিত মন্ডল
আহসান উল্লাহ বাবলু সাতক্ষীরা জেলা প্রতিনিধি: আশাশুনি উপজেলার বড়দলে খ্রিস্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব শুভ বড়দিন উদযাপন উপলক্ষে বড়দল ও জামালনগর ক্যাথলিক চার্চের আয়োজনে চতুর্থ দিন সোমবার রাতে মোটরসাইকেল শোভাযাত্রা সহকারে পৃথক পৃথক অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধান অতিথি হিসেবে সাতক্ষীরা ৩ আসনের এমপি ডাঃ আ ফ ম রুহুল হকের প্রতিনিধি উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক শম্ভুজিত মন্ডল কেক কাটে ও আলোচনা সভায় বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে বড়দল ফ্রান্সিস জেভিয়ার গির্জা ও জামালনগর যীশু হৃদয় ক্যাথলিক গির্জায় উপস্থিত হলে সেখানে শত শত লোক তাকে ফুল ছিটিয়ে সম্মান জানান। পৃথক পৃথক অনুষ্ঠানে কেক কাটা শেষে প্রধান অতিথি তার বক্তব্যে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কথা তুলে ধরে বলেন, বড়দল ফ্রান্সিস জেভিয়ার গির্জা মন্দিরের রাস্তা সংস্কারের আশ্বস্ত করেন ও জামালনগর যীশু হৃদয় ক্যাথলিক গির্জা মন্দিরের রাস্তা আগামী দুই সপ্তাহের মধ্যে সংস্কারের জন্য আ ফ ম রুহুল হক স্যারের পক্ষ থেকে ৫০ হাজার টাকার অনুদানের ঘোষণা দেন।
ক্যাথলিক গির্জা মন্দিরের সভাপতি মাষ্টার লালন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির সফরসঙ্গী হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা শ্রমিক লীগের সভাপতি ঢালী মোঃ শামসুল আলম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এস এম সাহেব আলী, বদরতলা হাজী জালাল উদ্দিন আদর্শ কলেজ প্রভাষক রবীন্দ্রনাথ সরকারসহ কলেজের শিক্ষক বৃন্দ, রবার্ট জুয়েল মন্ডল, প্রেসক্লাবের সভাপতি আল ফারুক, সাধারণ সম্পাদক সমীর রায়, সাবেক সভাপতি এস এম আহসান হাবীব, শোভনালী ইউপি সদস্য উদায় কান্তি বাছাড়সহ ইউপি সদস্য বৃন্দ, রিপোর্টার্স ক্লাবের প্রচার সম্পাদক বি এম আলাউদ্দীন, শ্রীউলা যুবলীগ নেতা আলাউদ্দীন লাকি, উপজেলা প্রজন্ম লীগের সভাপতি মুর্শিদ আলম, সাধারণ সম্পাদক উজ্জ্বল।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলে আ’লীগ নেতা আব্দুল হান্নান মন্টু সরদার, শফিকুল ইসলাম, মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের সভাপতি মহাসিন আলী লিটন, বড়দল ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আব্দুল আজিজ, সাধারণ সম্পাদক নুরুজ্জামান মালি, শ্রমিক লীগের সভাপতি আব্দুল হাকিম গাজী, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা নাসির উদ্দিন আরজু, সাবেক ছাত্রলীগ সভাপতি নাহিদ রানা বাবু, বড়দল ৪ ৫ ৬ সংরক্ষিত আসনের মহিলা সদস্য প্রার্থী কবিতা রানী মন্ডল। কেক কাটা ও আলোচনা সভা শেষে জামাল নগর ক্যাথলিক গির্জায় মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।