কুড়িগ্রামে “হর্স গার্লস” তাসলিমার ঘোড় দৌড় প্রতিযোগিতা দেখতে হাজারো মানুষের ঢল
আরিফুল ইসলাম জয় স্টাফ রিপোর্টার ঃঃ কুড়িগ্রাম সদর উপজেলার হলোখানা ইউনিয়নের হেমেরকুটি (২নং ওয়ার্ড) গ্রামের মাস্টারের হাটের পাশে মহান বিজয় দিবস ও মুজিব শত বর্ষ উপলক্ষে ১২ বন্ধু সংগঠনের আয়োজনে এবং বিশিষ্ট সমাজসেবক ও হলোখানা ইউনিয়নের ২ নং ওয়ার্ড এর (হেমেরকুুটি) মেম্বার পদপ্রার্থী মোঃ রফিকুল ইসলামের সার্বিক তত্ত্বাবধায়নে গ্রামীণ জনপদের হারিয়ে যাওয়া ঘোড় দৌড় প্রতিযোগিতা দেখতে ঢল নেমেছে হাজারো জনতার।
উক্ত ঘোড় দৌড় প্রতিযোগিতার মূল আকর্ষণ ছিলো বাংলাদেশের নওগাঁ জেলার প্রত্যন্ত এক গ্রামের চৌদ্দ বছর বয়সের তাসলিমা বেগম (১৪) প্রতিবেশী এবং সহপাঠিদের মধ্যে ‘ঘোড়াওয়ালি’ নামে পরিচিত।
এই প্রতিযোগিতায় আজ মঙ্গলবার (২৯ ডিসেম্বর) বিকেলে তাসলিমা বেগম (১৪)কে একনজর দেখার জন্য কুড়িগ্রাম সদর উপজেলার হলোখানা ইউনিয়নের হেমেরকুটি (২নং ওয়ার্ড) গ্রামের মাস্টারের হাটের পাশে খোলা মাঠে হাজার হাজার নারী পুরুষ, শিশু-কিশোর উপস্থিত ছিলেন।
আগামীকাল বুধবার (৩০ ডিসেম্বর) বিকালে ফাইনাল খেলা অনুষ্ঠিত হওয়ার পর পুরস্কার বিতরণ করা হবে।