রাজশাহীতে অতিরিক্ত মদপানে ৩ যুবকের মৃত্যু
লিয়াকত হোসেন রাজশাহী ব্যুরোঃ রাজশাহী মহানগরীতে অতিরিক্ত মদপানে ৩ যুবকের মৃত্যুর ঘটনা ঘটেছে।
মৃত যুবকেরা হলেন- মহানগরীর হোসনীগঞ্জ এলাকার আইনুল ইসলামের ছেলে ফাইসাল (২৮), জেলার বাগমারা উপজেলার শান্তাপাড়া এলাকার রফিকুল ইসলামের ছেলে সজল (২৫) এবং মহানগরীর বাকির মোড় এলাকার উত্তমের ছেলে সাগর (২৫)। তারা সকলেই গত রাত ৮টা থেকে ভোর ৫টার মধ্যে পেটে প্রচন্ড ব্যথা নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। আজ সকালে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৩ জন মারা যান। এ ঘটনায় এখনও হাসপাতালটিতে পেটে ব্যথা নিয়ে অন্তত ৫ জন যুবক চিকিৎসাধীন রয়েছে।
এবিষয়ে হাসপাতালের উপ পরিচালক ডা: সাইফুল ফেরদৌস জানান, ইংরেজি নববর্ষের অনুষ্ঠানে যুব সমাজের একটি বড় অংশ মদ্যপান করে থাকে। ফলে তাদের বেশিরভাগই মদ্যপানের বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে মেডিকেলে ভর্তি হচ্ছেন।