পীরগঞ্জে ”মা” জাহানারা আহম্মেদ মেমোরিয়াল ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ ।
মাহমুদুল হাসান, পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধিঃ মাদক ব্যবসায়ী যে কোন দলের হোক না কেন তাকে ছাড় দেয়া হবে না বলে হুসশিয়ারী দিয়েছেন রংপুরের পুলিশ সুপার বিপ্লব কুমার সরকার।
তিনি রংপুরের পীরগঞ্জ উপজেলার শানেরহাট ইউনিয়নে সজীব ওয়াজেদ জয় ও সায়মা ওয়াজেদ পুতুল স্পোটিং ক্লাবের উদ্বোধন ও ‘মা’ জাহানারা আহম্মেদ মেমোরিয়ল ফাউন্ডেশনের পক্ষ থেকে বয়স্ক বিধবা, অসহায় ও দুঃস্থদের মাঝে শীত বস্ত্র কম্বল বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য কালে তিনি এ মন্তব্য করেন। পুলিশ সুপার আরো বলেন মাদক ব্যবসায়ীর দলীয় পরিচয় কিবেচনায় নয় বিচার হবে একজন অপরাধী হিসেবে। মাদকের ব্যপারে একদম জিরো টলারেন্স। তিনি সভায় উপস্থিত তরুনদের উদ্দ্যেশে বলেন- তোমাদের পানে চেয়ে আছে দেশ সেভাবেই তোমাকে গড়ে তুলতে হবে দেশের জন্য।
জানাগেছে তরুন শিল্প উদ্যেক্তা তৈরী পোষাক শিল্পপতি এস এম শাহ্জামান রওশন এর পৃষ্ঠপোষকতায় তার প্রয়াত মা জাহানারা আহম্মেদের নামে প্রতিষ্ঠিত ফাউন্ডেশন থেকে ২রা জানুয়ারী শনিবার বিকেলে শানেরহাট ইউনিয়ন পরিষদ মাঠে ক্লাবের উদ্বোধন ও শীত বস্ত্র বিতরন কার্যক্রম অনুষ্ঠিত হয়। পীরগঞ্জ প্রেস ক্লাবের সাধারন সম্পাদক এ টি এম মাজহারুল আলম মিলনের সভাপতিত্বে-
উদ্বোধক হিসেবে অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক ও পৌর মেয়র এ এস এম তাজিমুল ইসলাম শামীম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার ডি সার্কেল কামরুজ্জামান, শিল্পপতি সিরাজুল ইসলাম সিরাজ, পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সরেস চন্দ্র, পীরগঞ্জ উপজেলা আ’লীগের সহ সভাপতি ও কাবিলপুর ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম বরি, শানেরহাট ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান মন্টু।
উল্লেখ্য ‘মা’ জাহানারা আহম্মেদ মেমোরিয়াল ফাউন্ডেশন উপজেলা ১৫টি ইউনিয়নের যুবকদের সমন্বয়ে বিধবা, অসহায়, স্বামী পরিত্যাক্তা, মাদক থেকে যুব সমাজ কে রক্ষা করার জন্য উপজেলার ১৫ টি ইউনিয়ন সজীব ওয়াজেদ জয় ও সায়মা ওয়াজেদ পুতুল স্পোটিং ক্লাব স্থাপনের কাজ চলছে।