রাজশাহীতে জাতীয় সমাজসেবা দিবস পালন
লিয়াকত হোসেন রাজশাহী ব্যুরোঃ রাজশাহী জেলা প্রশাসন ও জেলা সমাজসেবার আয়োজনে জাতীয় সমাজসেবা দিবস-২০২১ পালিত হয়েছে। ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত সমাজ বিনির্মানে, সেবা ও সুযোগ প্রান্তজনে, এ প্রতিপাদ্যকে সামনে রেখে এবার জাতীয় সমাজসেবা দিবস-২০২১ পালিত হয়।
আজ শনিবার (২ জানুয়ারী) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহীর ডিসি আব্দুল জলিল।
এরপর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে জেলা সমাজসেবার উপ-পরিচালক মোছাঃ হাসিনা মমতাজের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী ও রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি শাহীন আকতার রেণী।
প্রধান অতিথির বক্তব্যে ডিসি আব্দুল জলিল বলেন, সমাজের সুবিধাবঞ্চিতদের জীবনমান উন্নয়নের জন্য বিশেষ নজর দিতে হবে ও তাদের উন্নয়নের জন্য কাজ করে যেতে হবে।
বিশেষ অতিথির বক্তব্যে শাহীন আকতার রেণী বলেন, সমাজের সুবিধাবঞ্চিতদের জন্য কাজ করার জন্য সমাজসেবা অধিদপ্তরের সকলকে ধন্যবাদ জানান। একইসাথে এই কার্যক্রমকে আরও বেগবান করার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহবান জানান।
পরে সমাজসেবা অধিদপ্তরের বিভিন্ন শ্রেণির কর্মচারীদের মাঝে কর্মদক্ষতার ভিত্তিতে সম্মাননা প্রদান করা হয়।