ঢাকা | ডিসেম্বর ২৪, ২০২৪ - ৬:২৪ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

রাজশাহীতে “র‌্যাব সেবা সপ্তাহে” শিশু সদনের এতিম শিশুদের মাঝে খাবার বিতরণ

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Saturday, January 2, 2021 - 6:13 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 74 বার

লিয়াকত হোসেন রাজশাহী ব্যুরোঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উদযাপন উপলক্ষে র‌্যাব সেবা সপ্তাহ পালনের অংশ হিসেবে ‘মানবতার কাজে সর্বদা এগিয়ে’ এই শ্লোগানকে সামনে রেখে ৫০০ জন এতিম শিশুদের মাঝে খাবার বিতরণ করেছে র‌্যাব-৫। আজ শনিবার দুপুর ১২টায় রাজশাহীর বায়া অবস্থিত শিশু সদনের এতিম শিশুদের মাঝে এসব খাবার বিতরণ করেন র‌্যাব-৫ রাজশাহীর অধিনায়ক লে. কর্নেল মো. আব্দুল মোত্তাকিম।

এ বিষয়ে অধিনায়ক লে. কর্নেল মো. আব্দুল মোত্তাকিম বলেন, মাদক, সন্ত্রাস ও চোরাচালান এবং জঙ্গি দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে। তিনি আরও বলেন, বিভিন্ন সরকারি মাধ্যম ও সমাজের বিত্তবানদের সহযোগীতা হাত বাড়িয়ে দিতে হবে বলে তিনি মন্তব্য করেন।

এ সময় উপস্থিত ছিলেন, শিশু সদনের সকল শ্রেণীর শিক্ষক ও কর্মচারীরা ও র‍্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তাগন।