ঢাকা | ডিসেম্বর ২৫, ২০২৪ - ৭:৩৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

হামজারবাগ কলোনীর লাইফ’র উদ্যোগে দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Friday, January 8, 2021 - 9:05 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 79 বার

মোঃ শহিদুল ইসলাম (শহিদ), সিনিয়র স্টাফ রিপোর্টার :চট্টগ্রামের সরকারি নিবন্ধনপ্রাপ্ত ও ঐতিহ্যবাহী সমাজকল্যাণমূলক প্রতিষ্ঠান লাইফ’র উদ্যোগে আজ ৮ জানুয়ারি শুক্রবার বিকাল ৪টায় নগরীর পশ্চিম ষোলশহর ওয়ার্ডের হামজারবাগ কলোনীর জুলমান শাহ সড়কে সংগঠনের কার্যালয়ের সম্মুখে এলাকার শতাধিক দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

এসময় শীতবস্ত্র বিতরণকালে সংগঠনের সভাপতি আব্দুর রহমান মিন্টু’র সভাপতিত্বে অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৭নং পশ্চিম ষোলশহর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও চসিক নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত কাউন্সিলর প্রার্থী মো: মোবারক আলী। এসময় বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল পরিচালনা পরিষদের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ও জাতীয় সমাজকল্যাণ পরিষদের সদস্য লায়ন এস.এম মোরশেদ হোসেন, চট্টগ্রাম শহর সমাজসেবা কার্যালয়-৩ এর সমাজসেবা অফিসার মো: আশরাফ উদ্দিন, ডিজিটাল আন্তর্জাতিক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় শাখার সভাপতি মো: হাসান মুরাদ, সাধারণ সম্পাদক স.ম জিয়াউর রহমান।

সংগঠনের সাধারণ সম্পাদক মো: আনোয়ার হোসেন চৌধুরীর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন সহ সভাপতি আবু রুশদ ইবনে আজিজ, কোষাধ্যক্ষ মিয়ান নিজাম উদ্দিন, নির্বাহী সদস্য মো: ফখরুল আলম, আকতার হোসেন, আবুল বশর মুছা (পিয়াল), কে.এল রড্রিক্স (কেনি), দিদারুল আলম, আবু সুফিয়ান। এসময় প্রধান অতিথির বক্তব্যে সাবেক কাউন্সিলর মোবারক আলী বলেন, সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কল্যাণে লাইফ’র মতো সামাজিক সংগঠনগুলো এবং তরুণরা অগ্রণী ভূমিকা নিয়ে এগিয়ে এলে সমাজ আলোকিত হবে। তিনি এলাকার উন্নয়নে বিশেষ ভূমিকা রাখায় লাইফকে আন্তরিক ধন্যবাদ জানান।