ঢাকা | ডিসেম্বর ২৭, ২০২৪ - ১০:৪০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

বগুড়া ধুনটে, গৃহহীনদের নির্মিতব্য ঘর পরিদর্শন করলেন ডি সি বগুড়া

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Sunday, January 10, 2021 - 11:16 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 56 বার

মোঃ হেলাল উদ্দিন সরকার, ধুনট বগুড়া, প্রতিনিধিঃ”মুজিব বর্ষের অঙ্গীকার গৃহহীন থাকবে না একটি পরিবার”এই প্রতিপাদ্য বিষয় ধারণ করে মুজিব শতবর্ষ উদযাপন উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার উপহার “ভূমিহীন ও গৃহহীনদের জন্য ঘর নির্মাণ” প্রকল্পের আওতায় সারাদেশের ন্যায় ধুনট উপজেলায় নির্মিতব্য ১০১ টি ঘর নির্মাণ করা হচ্ছে।১০ জানুয়ারি রবিবার বিকেলে বগুড়ার ধুনট উপজেলার কালের পাড়া ইউনিয়নের হাঁসখালি গুচ্ছগ্রামসহ উপজেলার অন্যান্য গ্রামের নির্মাণাধীন ঘর নির্মাণ কাজ পরিদর্শন ও তদারকি করেন বগুড়া জেলা প্রশাসক জিয়াউল হক।

এসময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহি কর্মকর্তা সঞ্জয় কুমার মহন্ত, ধুনট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মহসীন আলম,থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কৃপা সিন্ধু বালা,উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার আব্দুল আলিম, কালের পাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারেজ উদ্দিন আকন্দ, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জুলফিকার আলী মাষ্টার, ইউনিয়ন পরিষদের সচিব মাসুদ রানা, ইউনিয়ন ভূমি সহকারী অফিসার শহিদুল ইসলাম তোতা,প্রমূখ।