মোরশেদকে হত্যার চেষ্টাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রেসক্লাব চত্বরে মানববন্ধন,
সিনিয়র ষ্টাফ রির্পোটার মোঃ শহিদুল ইসলাম শহিদ ঃঃ চট্টগ্রাম নগরীর বহদ্দারহাট এক কিলোমিটারস্থ, নুর নগর হাউজিং সোসাইটি সংলগ্ন আছিয়া হোটেলের সামনে গত ২ জানুয়ারি ২০২১ শনিবার আনুমানিক দুপুর ২ টার দিকে রাস্তার উপর প্রকাশ্য দিবালোকে এম.আর.এম মোটর ওয়ার্কসপ মালিক মোরশেদকে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে বেদনাদায়কভাবে রক্তাক্তকারী আসামীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ১০ জানুয়ারি, রোববার সকাল ১০টায় চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে প্রতিবাদী মানববন্ধব অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, অপরাধী যতবড়ই শক্তিশালী হোক না কেনো আইনের ঊর্ধ্বে কেউ নয়। আইনকে হাতে তুলে নেওয়ার অধিকার যেমন কারো নেই, সেই আইনের প্রতি আমরা শ্রদ্ধা রেখে চট্টগ্রামের প্রশাসন কর্তৃপক্ষের কাছে আমাদের আহ্বান ক্ষুদ্র ওয়ার্কসপ ব্যবসায়ীদের জীবনের নিরাপত্তা যাতে এভাবে হুমকির মুখে না পড়ে সেই নিরাপত্তা নিশ্চিত করা এবং মোটর ওয়ার্কসপ মালিক মোরশেদকে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে রক্তাক্তকারী আসামীদের দৃষ্টান্তমূলক শাস্তি, নিশ্চিত করবেন, বলে আমরা আশাবাদী।
চট্টগ্রাম মহানগর মোটর ওয়ার্কসপ মেকানিক্স পরিবার বর্গের সমন্বয়ক মৃদুল কান্তি দাশ এর সভাপতিত্বে ও আরশেদুর রহমান তৈয়বের সঞ্চালনায় মানববন্ধনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মো. মনসুর, মিশু দাশ, মো. সবুজ, মো. আমিন, মো. শাহিন, মো. পারভেজ, দৈনিক, মুক্তবানি পত্রিকার সিনিয়র রিপোর্টার, মুঃ বাবুল হোসেন বাবলা,দৈনিক স্বাধীন সংবাদ এর সিনিয়র স্টাফ রিপোর্টার মোঃ শহিদুল ইসলাম ( শহিদ) মো. শের আলী, নুর নবী, মো. সেলিম, মো. খুলু, মো. কাজল, মো. ইয়াছিন, যুব দাশ, মো. মামুন, মো. রাব্বি, মো. সোহাগ, মো. হৃদয় প্রমুখ।
উল্লেখ্য, এ ঘটনায় নগরীর চান্দগাঁও থানায় ১৪৩/৩৪১/৩২৩/৩২৬/৩০৭/৫০৬/৩৪/ ধারায় মো. সাইফুদ্দিন (৩৮) ও নার্গিস আক্তার (৩০) এর নাম উল্লেখ করে ৫-৬ জনকে অজ্ঞাত আসামী করে গত ৩ জানুয়ারি, ২০২১ রোববার মামলা দায়ের করেন গুরুতর আহত মোরশেদের পিতা মো. আবুল কালাম। মামলা নং- ১৫৪।
মানব বন্ধন থেকে ভিকটিমের পরিবার মোটর ওয়ার্কসপ মালিক মোরশেদকে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে রক্তাক্তকারী আসামীদের দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানিয়েছেন।