ঢাকা | ডিসেম্বর ২৪, ২০২৪ - ৮:০৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

কবিতা ” শিরোনামহীন -৮৯ “

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Thursday, January 14, 2021 - 2:25 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 46 বার

গোলাম কবির 

গুপ্তঘাতকের লুকানো শাণিত ছুরি
সব সময় তাড়া করে ফেরে মগজের ভিতরে,
আমি ভয়ে কুঁকড়ে থাকি, আশ্রয় খুঁজে ফিরি নদীর বুকে ঝাঁপিয়ে পড়বো বলে।
কিন্তু মেলে না তা, অতঃপর দৌড়ে যাই পর্বতচূড়ায় লুকাবো বলে
কিন্তু সেখানেও মেলে না ঠাঁই!
ফিরে এলাম আবার তোমারই কাছে,
জীবনের খসে পড়া নক্ষত্রের আলো
মিইয়ে আসে, জেগে থাকে শুধু রাতজাগা পাখিদের ভয়ার্ত আর্তনাদ, ডুবে যায় বাঁশঝাড়ে একাদশীর চাঁদ, বিশাল শূন্যতা গিলে খায় কবিতার পান্ডুলিপি  আর মগজকে টুকরো টুকরো করে খায় নেংটি ইঁদুরের দল।
তারপর আবার অন্ধকারে হারিয়ে যাবার ভয় ফিরে ফিরে আসে জীবনের বাঁকে বাঁকে,
এই ভাবে কেটে যায় রাত্রিদিন প্রায়ন্ধকার সময়ের স্রোতে অভিমানি আত্মঘাতী ডলফিনদের মত।