বরগুনায় পৌর নির্বাচনকে কেন্দ্র করে একজনকে কুপিয়ে আহত
বরগুনা প্রতিনিধি:-বরগুনা পৌরসভা নির্বাচনে ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থী নিপা আক্তারের টেলিফোন প্রতীকের প্রচারণা চালানো সময় দেলোয়ার নামের তার এক কর্মীকে বাসায় ডেকে নিয়ে কুপিয়ে যখম করেছেন তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী নাসরিন নাহার সুমি ও তার স্বামী তাপস।
পরে গুরুতর আহতাবস্থায় তাকে উদ্ধার করে বরগুনা কদর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার বেলা ১১টার দিকে বরগুনার কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন নাসরিন নাহার সুমির বাসায় এ ঘটনা ঘটে। এ বিষয়ে বরগুনা সদর থানার ওসি মোঃ তারিকুল ইসলাম বলেন, এই ঘটনাটাই আমি শুনেছি এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দেয়নি।