কলাপাড়া নারী উন্নয়ন ফোরাম’র উদ্যোগে শীত বস্ত্র বিতরণ
মো. ওমর ফারুক, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি:পটুয়াখালীর কলাপাড়ায় অসহায় ও দরিদ্র শীতার্থ মানুষের মাঝে কলাপাড়া নারী উন্নয়ন ফোরাম’র উদ্যোগে শীত বস্ত্র বিতরণ করা হয়।
সোমবার (১৮ ডিসেম্বর) সকালে কলাপাড়া উপজেলা পরিষদের সামনে বসে শীতার্থ পরিবারের সদস্যদের মাঝে এ শীত বস্ত্র বিতরন করা হয়। এসময় কলাপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান এস. এম রাকিবুল আহসান, কলাপাড়া উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ও নারী উন্নয়ন ফোরাম কলাপাড়া উপজেলা শাখার সভাপতি শাহিনা পারভীন সীমা, সহ-সভাপতি মোসা. রুমা বেগম ও সদস্য মোসা. দুলালী বেগমসহ নারী উন্নয়ন ফোরাম কলাপাড়া উপজেলা শাখার অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।