নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের শপথের আগে গোলাগুলি, নিহত ১
মোঃ নাসির, নিউ জার্সি (আমেরিকা) প্রতিনিধি : নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের শপথ অনুষ্ঠানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রজুড়ে নিরাপত্তা বাহিনীর সতর্ক অবস্থান নেওয়ার পরও দেশটির পৃথক দুই স্থানে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে অন্তত একজন নিহত হয়েছেন। আহত আরও অনেকে। ১৭ জানুয়ারি (রবিবার) দেশটির অ্যারিজোনা অঙ্গরাজ্যের ফিনিক্স শহরে ঘটেছে এই ঘটনা।
দেশটির পুলিশ জানিয়েছে, ফিনিক্সের একটি শপিংমলে ভোর নাগাদ এবং কয়েক ঘণ্টা পর ড্যান্স হলে গোলাগুলির ঘটনা ঘটে।
প্রতিবেদনে বলা হয়েছে, ড্যান্স হলের গোলাগুলির ঘটনাস্থলে দেশটির পুলিশ স্থানীয় সময় ভোর ৫ টা নাগাদ আসে। এরপর একজন নিহত হওয়ার খবর নিশ্চিত করেছে। এছাড়া গুলিতে আহত ছয়জনকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
নিহত একজনের পরিচয় পুলিশের পক্ষ থেকে এখন পর্যন্ত জানানো হয়নি। তবে আহত পাঁচজনের মধ্যে দুই জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ।
প্রাথমিক তদন্তের ভিত্তিতে পুলিশ জানায়, কিছু লোক ঝগড়া করছিল, এরপরেই একে অপরকে গুলি ছুঁড়ে। এর দুই ঘণ্টা আগে পুলিশ জানায়, ফিনিক্সের শপিংমলের গোলাগুলিতে পাঁচজন গুলিবিদ্ধ হয়েছে।
আগামী ২০ জানুয়ারি প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করবেন জো বাইডেন। এনিয়ে ট্রাম্প সমর্থকরা ৫০ টি রাজ্যের রাজধানীতে সশস্ত্র বিক্ষোভ করতে পারেন বলে যুক্তরাষ্ট্রে সতর্কতা জারি করা হয়েছে।