রাজশাহীতে ওয়েব’র ব্লক বাটিক প্রশিক্ষণ শেষে সনদপত্র বিতরণ
লিয়াকত রাজশাহী ব্যুরো : রাজশাহীতে উইমেন এন্টারপ্রিনিয়ার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ওয়েব) এর উদ্যোগে ও ইউরোপিয়ন উন্নয়ন এবং শিল্প মন্ত্রণালয়ের আর্থিক সহযোগিতায় ৫ দিনব্যাপি ব্লক-বাটিকের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার দুপুরে নগরীর আসামকলোনী নারী হস্তশিল্প উন্নয়ন প্রতিষ্ঠানের প্রশিক্ষণ কক্ষে যুব নারীদের প্রশিক্ষণ শেষে সনদপত্র বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী যুব উন্নয়ন অধিদপ্তরের ব্লক-বাটিকের সিনিয়র প্রশিক্ষক শিরিন সুলতানা। ওয়েব রাজশাহীর সভাপতি আনজুমান আরা পারভীনের সভাপতিত্বে বক্তব্য রাখেন উইমেন এন্টারপ্রিনিয়ার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ওয়েব) ঢাকা প্রশিক্ষণ সমন্বকারী রিনা কণা পাল, টেইনার আনোয়ারা বেগম। উক্ত ব্লক বাটিক প্রশিক্ষণে অংশগ্রহণকারী ১৫ জন যুব নারীকে সনদপত্র ও যাতায়াত ভাতা প্রদান করা হয়।