আশাশুনিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার উদ্বোধন
আহসান উল্লাহ বাবলু সাতক্ষীরা জেলা প্রতিনিধি ঃ আশাশুনি উপজেলার সদর ইউনিয়নের হাড়িভাঙ্গায় চারদলীয় ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে হাড়িভাঙ্গা স্কুল মাঠে হাড়িভাঙ্গা প্রান্তিক যুব সংঘের আয়োজনে ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন করেন আশাশুনি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবিএম মোস্তাকিম।
উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে এবিএম মোস্তাকিম বলেন, একমাত্র খেলাধুলায় পারে সুস্থ সুন্দর জীবন গঠন ও সমাজকে রক্ষা করতে। মাদক, সন্ত্রাস ও ইভটিজিং থেকে যুব সমাজকে দূরে রাখতে বর্তমান সরকার খেলাধুলার প্রতি যুবকদের আগ্রহী করার জন্য বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে। তিনি সকলকে বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহ্বান জানান। শিক্ষক মৃনাল কান্তি সরকারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, আশাশুনি সদর ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক স,ম সেলিম রেজা মিলন, জেলা পরিষদ সদস্য ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মহিতুর রহমান,উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ বাচ্চু,ইউপি সদস্য সন্তোষ কুমার মন্ডল, ইন্দ্রা রানী সরকার। টুর্নামেন্টের ফাইনাল খেলায় অভি স্যাটেলাইট সেন্টার কাশিবাটি ও চাঁদপুর জিং ফুটবল একাডেমি অংশগ্রহণ করে। হাজার হাজার দর্শকের উপস্থিতিতে তুমুল প্রতিদ্বন্দ্বিতা মূলক এ খেলায় অভি স্যাটেলাইট সেন্টার কাশিবাটি এক গোলে বিজয়ী হয়। খেলা পরিচালনা করেন সমু চৌধুরী।হাড়িভাঙ্গা প্রান্তিক যুব সংঘের কর্মকর্তা ও সদস্য বৃন্দের আয়োজনে টুর্নামেন্টের সফল পরিসমাপ্তি হয়।