ঢাকা | ডিসেম্বর ২৪, ২০২৪ - ৮:১৮ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

লেনিনের ৯৭ তম মৃত্যুবার্ষিকী স্মরণে রাজশাহীতে সমাবেশ অনুষ্ঠিত

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Thursday, January 21, 2021 - 7:20 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 32 বার

 

লিয়াকত রাজশাহী ব্যুরো ঃ  দুনিয়া কাঁপানো রুশ বিপ্লবের মহানায়ক সোভিয়েত রাশিয়ার প্রথম রাষ্ট্র প্রধান ভ্লাদিমির ইলিচ লেনিনের আদর্শকে ধারণ করেই গণমানুষের ভাগ্যের পরিবর্তন ঘটানোর আহবান জানিয়েছে জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদ ও রাজশাহী প্রেসক্লাব। গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টায় রাজশাহী নগরীর সাহেব বাজার জিরো পয়েন্ট রাজশাহী প্রেসক্লাব চত্বরে লেনিনের ৯৭ তম মৃত্যুবার্ষিকীর স্মরণ সমাবেশে এ আহবান জানানো হয়।

স্মরণ সমাবেশে বক্তারা বলেন, বিশ্বে যতদিন শোষণ-নিপীড়ন থাকবে ততদিন লেনিনের আবেদন থাকবেই। তার আদর্শকে ধারণ করেই গণমানুষের ভাগ্যের পরিবর্তন ঘটাতে হবে এবং জনকল্যাণমুখী কাজ করতে হবে। লেনিনের কর্মকৃতিই আমাদের আগামীর পথচলার পাথেয়। তরুণ প্রজন্মেরও উচিত এ বিশ্বনেতার আদর্শ ধারণ করা। এছাড়া মহামতি লেনিনকে ধারণ করে সকল অনিয়ম-দুনর্ীতির বিরুদ্ধে জনগণকে লড়াই-সংগ্রাম চালিয়ে যাওয়ার আহবান জানান বক্তারা।

রাজশাহী প্রেসক্লাব ও স্মৃতি পরিষদের সভাপতি সাইদুর রহমানের সভাপতিত্ব এবং সাধারণ সম্পাদক আসলাম-উদ-দৌলার সঞ্চালনায় অনুষ্ঠিত এ সমাবশে প্রধান অতিথির বক্তব্য রাখেন রাজশাহী প্রেসক্লাবের আজীবন সদস্য ও স্মৃতি পরিষদের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা প্রশান্ত কুমার সাহা। সমাবেশে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন রাকসুর সাবেক ভিপি রাগিব আহসান মুন্না। অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন শহীদ লেফটেনেন্ট সেলিম মঞ্চ রাজশাহীর সভাপতি প্রকৌশলী শামসুল আলম, স্মৃতি পরিষদের সহঃ সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাজাহান আলী বরজাহান, বীর মুক্তিযোদ্ধা আনোয়ার ইকবাল বাদল, সালাউদ্দীন মিন্টু, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট হোসেন আলী পেয়ারা প্রমূখ।
এ দিনের সমাবেশে মুক্তিযুদ্ধের তথ্য সংগ্রাহক ওয়ালিউর রহমান বাবু, রাজশাহী প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক নুরে ইসলাম মিলন, স্মৃতি পরিষদের সাংগঠনিক সম্পাদক আসাদুল হক দুখু, প্রচার সম্পাদক আমানুল্লাহ আমান, কাটাখালি শাখার আহবায়ক খোকনুজ্জামান মাসুদ, ২৫ নম্বর ওয়ার্ডের আহবায়ক মো. ইউসুফ, সদস্য মো. শরিফ উদ্দীন, ইকবাল হাসান টাইগার, রাকিবুল হাসান শুভ, সাগর নোমানী, আরিফুল ইসলাম, মো. রাসেলসহ বিভিন্ন শ্রেণীপ্রেশার অর্ধশতাধিক মানুষ উপস্থিত ছিলেন।