ঢাকা | ডিসেম্বর ২৩, ২০২৪ - ৭:০১ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

হাটহাজারীতে ১০ভরি স্বর্ণ উদ্ধার সহ আটক ৩

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Friday, January 22, 2021 - 7:33 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 219 বার

সুমন পল্লব, হাটহাজারী : হাটহাজারী মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে চুরি হওয়া ১০ ভরি স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার(২১জানুয়ারী) সন্ধ্যা ৬টার সময় হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহাদাত ও মডেল থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) রাজীব শর্মা’র নেতৃত্বে থানা পুলিশের বিশেষ টিমের অভিযানে চোরাইকৃত স্বর্ণালংকার গুলো উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত ব্যক্তিদ্বয় হল সন্দীপ থানার বাহার আলী বাড়ীর মৃত ১ মফিজুর রহমানের পুত্র মোঃ মহিবুল্লাহ(৫০), সন্দীপ থানার কালাপানিয়া, ইউনুছ ভেন্ডারের বাড়ীর মো.মনির উদ্দিনের পুত্র মোঃ রুবেল(২৯), হাটহাজারী পৌরসভার পশ্চিম দেওয়ান নগর (ফায়ার সেন্টার)আংকুর সর্দারের বাড়ীর মৃত নাছির আহম্মদের পুত্র মোঃ সেকান্দর(৪২)।

থানা সুত্রে জানা যায়, গত শুক্রবার (১৫ জানুয়ারী) দিবাগত রাতে কাটিরহাট বাজারে ধলই ইউপি এলাকার মৃত দুলালের পুত্র পংকজ চন্দ্র হাজারীর(৫৫) সত্বধিকারী
জয়গুরু জুয়েলার্সের দোকানের পিছন দিয়ে দরজার গ্রীলের তালা ভেঙ্গে সংঘবদ্ধ চোরচক্র ভিতরে থাকা আলমিরার দরজা ভেঙ্গে স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। সুকেস ও আলমীরার ভিতরে রাখা স্বর্ণের নাকফুল ৬২টি,৪টি চেইন,২৩টি আংটি, ৮৭ জোড়া কানের দুল ছিল।যার সর্বমোট ওজন ১৪(চৌদ্দ) ভরি। যার বাজার মূল্য ৮ লক্ষ ৫৪ হাজার টাকা।

এ বিষয়ে মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রাজিব শর্মা প্রতিবেদককে জানান, স্বর্ণের দোকান চুরির একটি মামলা রুজু হয়েছে।হাটহাজারী সার্কেলের নেতৃত্বে পুলিশের বিশেষ টিম অভিযান পরিচালনা করে বিভিন্ন স্থান থেকে সংঘবদ্ধ চোর চক্রের ৩সদস্যকে গ্রেপ্তার করা হয়। এসময় ১০ ভরি স্বর্ণালংকার উদ্ধার করা হয়। শুক্রবার দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতে প্রেরন করা হয়েছে বলেও তিনি জানান।