রাসিকের উদ্যোগে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপন
লিয়াকত রাজশাহী ব্যুরোঃ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে যথাযথ মর্যাদায় উদযাপন করেছে রাজশাহী সিটি কর্পোরেশন।মহান বিজয় দিবসে বুধবার সূর্যোদয়ের সাথে সাথে নগর ভবনসহ ওয়ার্ড কার্যালয় ও কর্পোরেশন কর্তৃক নিয়ন্ত্রিত স্থাপনাসমূহে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
সকালে নগর ভবন চত্বরে স্বাস্থ্য বিধি রাসিকের প্যানেল মেয়র-১ ও ১২নং ওয়ার্ড কাউন্সিলর সরিফুল ইসলাম বাবুর নেতৃত্বে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় রাসিকের সকল কাউন্সিলরবৃন্দ, কর্মকর্তাবৃন্দ ও রাসিকের কর্মচারী ইউনিয়নের পক্ষ থেকে পৃথক পৃথকভাবে পুস্পস্তবক অর্পণ করা হয়।
বাদ জোহর সোনাদিঘী জামে মসজিদ ও নগর ভবনের মসজিদে জাতির শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে এবং মুক্তিযুদ্ধের শহীদ, আত্নদানকারী, যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের জন্য বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়। এছাড়া মহান বিজয় দিবস উপলক্ষ্যে নগর ভবনসহ গুরুত্বপূর্ণ মোড় ও রাস্তাঘাট আলোকায়ন করা হয়, রং বেরঙের ফেস্টুন দ্বারা সজ্জিত করা হয়।