ঢাকা | ডিসেম্বর ২৩, ২০২৪ - ১০:২০ অপরাহ্ন

গোদাগাড়ীতে সীমিত ভাবে মহান বিজয় দিবস উদযাপন ও আলোচনা সভা অনুষ্ঠিত!

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Wednesday, December 16, 2020 - 5:24 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 120 বার

জাহিদুল ইসলাম গোদাগাড়ী প্রতিনিধিঃ রাজশাহীর গোদাগাড়ীতে সীমিত পরিসরে মহান বিজয় দিবস-২০২০ উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার (১৬ ই ডিসেম্বর) সকাল ৮ ঘটিকার সময় উপজেলা কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন উপজেলা চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম।
এসময় সাথে ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. জানে আলম, গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ খলিলুর রহমান পাটোয়ারী,সিনিয়র সহকারী পুলিশ সুপার গোদাগাড়ী সার্কেল মোঃ আব্দুর রাজ্জাক

পতাকা উত্তোলন শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ জানে আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ জাহাঙ্গীর আলম উপজেলা চেয়ারম্যান গোদাগাড়ী উপজেলা পরিষদ,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোছাঃ সুফিয়া খাতুন মিলি মহিলা ভাইস- চেয়ারম্যান গোদাগাড়ী উপজেলা পরিষদ, সহকারী কমিশনার (ভূমি) মোছাঃ নাজমুন্নাহার, গোদাগাড়ী থানার ওসি মোঃ খলিলুর রহমান পাটোয়ারী, সিনিয়র সহকারী পুলিশ সুপার গোদাগাড়ী সার্কেল মোঃ আব্দুর রাজ্জাক, গোদাগাড়ী পৌর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব অয়েজউদ্দিন বিশ্বাস

উক্ত আলোচনা সভায় , উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী , বীর মুক্তিযোদ্ধারা, বিভিন্ন শ্রেণির পেশার মানুষ,সাংবাদিকসহ গণ্যমান্য ব্যক্তিগন উপস্থিত ছিলেন।