ঢাকা | ডিসেম্বর ২৪, ২০২৪ - ১১:৫৬ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

আওয়াজ মানব উন্নয়ন সংস্থার ফ্রি স্বাস্থ্য সেবা ও মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Saturday, January 23, 2021 - 7:46 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 106 বার

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ ঃ সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার চরকালিগঞ্জে – আওয়াজ মানব উন্নয়ন সংস্থার আয়োজনে, মরহুম নেজাব আলী আকন্দ ও মরহুমা জমিলা বেগম স্মরণে দিনব্যাপী দুঃস্থ্যদের বিনামূল্যে চিকিৎসা সেবা ও মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।

শনিবার (২৩ জানুয়ারি) সকালে উক্ত দিনব্যাপি মেডিক্যাল ক্যাম্পের শুভ উদ্বোধন করেন,

দৈনিক গণমানুষের আওয়াজ পত্রিকার প্রকাশক ও সম্পাদক আইনুল হক এবং সম্মিলিত গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি নাজমা আক্তার।

দৈনিক গণমানুষের আওয়াজ পত্রিকার প্রকাশক ও সম্পাদক আইনুল হক প্রয়াত বাবা-মা নেজাব আলী আকন্দ ও জমিলা বেগমের স্মরণে প্রতি বছর ৩ বার এই কার্যক্রমের আয়োজন করেন ।

আওয়াজ ফাউন্ডেশনের চীপ মেডিকেল অফিসার ডাঃ সাবরিনা আক্তার, মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ নাদিয়া, ডাঃ প্রীতি, মেডিকেল সহকারী জুই লাবন্য ও সেবিকা রুখসানা এবং রেখা বিনামূল্যে ক্যাম্পে আসা রোগীদেরকে চিকিৎসা ও সেবা প্রদান করেন।

এসময় দুস্থ রোগীদেরকে বিনামূল্যে ওষুধ সরবরাহ করা হয় ও ৫ শতাধিক দুস্থ রোগীর চিকিৎসা সেবা প্রদান করা হয়। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, দৈনিক গণমানুষের আওয়াজ পত্রিকার সহ-সম্পাদক শাজাহান সিরাজ, বিজ্ঞাপন ম্যানেজার হিরন প্রধান, দৈনিক গণমানুষের আওয়াজ পত্রিকার সিরাজগঞ্জ প্রতিনিধি হুমায়ুন কবির সুমন, উল্লাপাড়া প্রতিনিধি রায়হান আলী, আওয়াজ মানব উন্নয়ন সংস্থার পরিচালক রাকিবুল হাসান সুমন, কোষাধ্যক্ষ রোমানা আক্তার প্রমুখ।

দৈনিক গণমানুষের আওয়াজ পত্রিকার প্রকাশক ও সম্পাদক আইনুল হক জানান, অসহায় দুস্থদের স্বাস্থ্য সেবা দোরগোড়ায় পৌঁছে দিতে নিজ অথার্য়নে প্রত্যেক বছর ৩ বার চিকিৎসা সেবা ও বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়।

ফ্রি মেডিকেল ক্যাম্পে ৫শত জন নারী-পুরুষ বিনা খরচে নানা ধরনের অসুখের চিকিৎসা সেবা নিয়েছেন। এ সময় সুবিধা বঞ্চিত গরিব, অসহায় রোগীদের বিনামূল্যে স্বাস্থ্য পরামর্শ প্রদান, পরীক্ষা-নিরীক্ষা ও ঔষধ সরবরাহ করা হয়।

দরিদ্র মানুষের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজনের প্রয়োজনীয়তা বেশি। ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজনের কারণে গরিব মানুষ সেবা পেয়েছেন।