মেরিকালচার সেমিনার ও মাঠ প্রদর্শনী সভা অনুষ্ঠিত
রকিয়ত উল্লাহ, মহেশখালী মহেশখালীতে সুনীল অর্থনীতি উন্নয়নে মেরিকালচার সেমিনার এবং মাঠ পর্যায়ে প্রদর্শনী সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার সকাল ১১টা মহেশখালী আদিনাথ জেটিতে মৎস্য গবেষণা ইনস্টিটিউট এবং মৎস ও পানিসম্পদ মন্ত্রানালয় ও ইনস্টিটিউট অব মেরিন সায়েন্সস চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় উপাচার্য প্রফেসর ডঃ শিরিন আকতারের সভাপতিত্বে এ সেমিনার আরম্ভ হয়।
এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কক্সবাজার -২ আসনের সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক এবং বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ মৎস গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ডঃ ইয়াহিয়া মাহমুদ,ইনস্টিটিউট অব মেরিন সায়েন্সস এর পরিচালক প্রফেসর ডঃ মো শফিকুল ইসলাম। উক্ত সেমিনারে সভাপতিত্বের বক্তব্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় উপাচার্য প্রফেসর ডঃ শিরিণ আকতার বলেন উন্মুক্ত লোনা পানিতে সমন্বিত মাৎস্য চাষ সম্পর্কে জেলেদের ধারণা দেন এবং দেশের সুনীল অর্থনীতি উন্নয়নে মেরিকালচার একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে জানান।
প্রধান অতিথির বক্তব্য মহেশখালী-কুতুবদিয়ার এমপি আশেক উল্লাহ রফিক বলেন উন্মুক্ত লোনা পানিতে সমন্বিত মাৎস্য চাষের জন্য মহেশখালীর কুলঘেষা নদী ও সাগর খুবই উপযোগী। এতে মহেশখালীসহ কক্সবাজারের জেলেদের মৎস আহরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং এই অঞ্চলের মানুষের উপকার হবে।