জয়পুরহাটে ১৮জন মাদকসেবী আটক
সুলতান মাহমুদ ঃঃ জয়পুরহাটে ১৮জন মাদকসেবীকে গ্রেফতার করেছে র্যাব। বুধবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত শহরের দেওয়ানপাড়া, মেথরপট্টি এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, নওগাঁর আত্রাইয়ের সাহেবগঞ্জের মৃত রবিলাল বৈদ্যের ছেলে শ্রী রাজকুমার বৈদ্য (৪৫), জয়পুরহাটের শান্তিনগরের জয়নাল আবেদীনের ছেলে বোরহান উদ্দিন (৫০), একই জেলার হারাইল বাবুপাড়ার মন্টু হোসেনের ছেলে আবির হাসান (২৫), ঈদগঁাও কলোনীর মতিউর রহমানের ছেলে আনোয়ার হোসেন (৩০), বাগিচাপাড়া (বাসষ্ট্যান্ড) এর মৃত বাদেশ সরকারের আবু তাহের (৪৭), সোনারপট্টি কুন্ডুপাড়ার মৃত. নরেশ চন্দ্র মহন্তের ছেলে শ্রী শংকর মহন্ত (২৭), শ্রী নিরোধ কুন্ডুর ছেলে শ্রী সুব্রত কুন্ডু (২০), হানাইলের মিজানুর রহমানের ছেলে সামিরুল ইসলাম (২২), দেলোয়ার হোসেনের ছেলে সুমন মিয়া (২৪), সওদাগড় পাড়ার সাহেদ আলীর ছেলে মিঠু আলম (৩২), সাগরপাড়ার মৃত. আজিজুর রহমানের ছেলে খলিলুর রশিদ (৫০), মৃত. ইয়াসিন সরদারের ছেলে শাহ আলম (৩৭), চিত্রাপাড়ার শ্রী চৈতন্য উড়াও এর ছেলে শ্রী ভুট্টু উড়াও (৩৮), মৃত. নগেন্দ্রনাথ রায়ের ছেলে শ্রী অতুল কুমার রায় (৫০), মাষ্টারপাড়ার শ্রী অতুল রায়ের ছেলে শ্রী বিপুল রায় (২৫), রেজাউল করিমের ছেলে মোঃ নাঈম (২৩), শান্তিনগরের গাওসার আলীর ছেলে কবির উদ্দিন (৩৮), আদর্শপাড়ার আলম মন্ডলের ছেলে রশিদ মন্ডল (৩৮) কে মাদক সেবনরত অবস্থায় হাতেনাতে গ্রেফতার করা হয়।
র্যাব-৫ জয়পুরহাট র্যাব ক্যাম্পের কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার এমএম মোহাইমেনুর রশিদ জানান, চলমান মাদকবিরোধী অভিযানে শহরের বিভিন্ন স্থান থেকে ১৮জন মাদকসেবীকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে জয়পুরহাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়।