মহান বিজয় দিবসে ভদ্রঘাটে ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত।
আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ ঃ মহান বিজয় দিবসের উল্লাসে গ্রাম বাংলার ঐতিহ্য ধরে রাখতে সিরাজগঞ্জের কামারখন্দে বিশাল ঘোড়দৌড় (ঘোড়ার দৌড়) প্রতিযোগিতা ২০২০ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানটির আয়োজন করেন, ভদ্রঘাট গ্রামবাসী । সিরাজগঞ্জ- টাঙ্গাইল জেলা সহ বিভিন্ন উপজেলার ১১২ টি ঘোড়া নিয়ে প্রতিযোগিতারা অংশগ্রহণ করেন।
বুধবার (২৬ডিসেম্বর) বিকেলে কামারখন্দ উপজেলার ভদ্রঘাট ইউনিয়নের খাঁন পাড়া মাঠে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন, আলতাফ হোসেন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন , কামারখন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম শহিদুল্লাহ সবুজ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কামারখন্দ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল মতিন চৌধুরী, সাধারণ সম্পাদক ও জামতৈল ইউপি চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন সেখ, ভদ্রঘাট ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক।
মাঠের নির্ধারিত স্থানে তিনবার প্রদক্ষিণ শেষে প্রথম স্থান অধিকার করে টাংগাইল জেলার সফিপুরের আবুল হোসেন, তিনি পেছেন একটি ফ্রিজ, দ্বিতীয় মোঃ মামুন খাঁন পেয়েছে একটি এইডি টিভি ও তৃতীয় স্থান অধিকারী মো, মামুন খাঁন পেয়েছেন একটি বাই সাইকেল।
এ সময় উপস্থিত ছিলেন, সমাজ সেবক ফারুক আহমেদ, আনোয়ার হোসেন, ছাইদুর রহমান
সহ গন্যমান্য ব্যক্তিবর্গ সহ বিপুল দর্শকেরা।