ঢাকা | ডিসেম্বর ২৪, ২০২৪ - ১০:৪০ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

জামাই শাশুড়ি নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Wednesday, July 12, 2023 - 2:21 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 50 বার

ভূরুঙ্গামারী প্রতিনিধি: গত ৬ জুন ২০২৩ তারিখে ভূরুঙ্গামারীতে জামাই শাশুড়ির অনৈতিক সম্পর্ক শিরোনামে বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশ হয়। উক্ত ঘটনায় আমি আসাদুল ইসলাম আমার শাশুড়ি মাসুদা বেগমের মধ্যে কোনো অনৈতিক সম্পর্ক নেই।আমার মোবাইল বন্ধ থাকায় সাংবাদিক গন আমার সাথে যোগাযোগ করতে পারেনি। একটি পক্ষ মিথ্যা ও বানোয়াট তথ্য দিয়ে সাংবাদিকদের বিভ্রান্ত করছে।সেদিনের ঘটনা হচ্ছে আমার শশুর আমাকে ফোন দিয়ে ডেকে নিয়ে যায়। রাতের খাওয়ার শেষের দিকে বিদ‍্যুৎ চলে যায়। আমার স্ত্রী অসুস্থ (গর্ভবতী) হওয়া গরমে হাফসাফ করে। তখন আমার শশুর হাত পাখা দিয়ে বাতাস করে। বিদ‍্যুৎ আসলে আমরা আলাদা রুমে শুয়ে পরি। রাতে আমার প্রচন্ড মাথা ব‍্যথা শুরু হয়। আমার স্ত্রীকে মাথায় তেল দিতে বলি। সে অসুস্থ (গর্ভবতী) থাকায় আমার শাশুড়ি কে (আলাদা রুম থেকে) আসতে বলে। আমার শশুর শাশুড়ি দুজন একসাথে আমাদের রুমে আসে। শাশুড়ি (মাসুদা বেগম) আমার মাথা তেল দিয়ে দেয়। এমতাবস্থায় হঠাৎ করে আমার শশুর আনুমানিক সাড়ে ৯ টার সময় রুম থেকে বাহিরে যায়। কিছুক্ষণ পর আমাদের রুমে এসেই আমার শাশুড়িকে ফুল ঝাড়ু দিয়ে মারধর করে। আমার স্ত্রী তাদের মারামারি ছারায়। পরে অনেক রাত পযর্ন্ত তারা ঝগড়ার করে। রাত আনুমানিক ২ টার দিকে আমার শশুর হঠাৎ করে জ্ঞান হারায়। আমি অনেক চেষ্টা করেউ জ্ঞান ফেরাতে না পেরে আমার চাচা শশুর দের ডাক দেই তারা এসে অনেক চেষ্টা করার পর ভোর সাড়ে চার টার দিকে তার জ্ঞান ফিরে। সকালে আমি হাসপাতালে নিয়ে আসতে চাইলে সে রাজি হয় নি। পরে আমার চাচা শশুরগন তাকে হাসপাতালে নিয়ে আসে। আমি তৎক্ষানিক হাসপাতালে যাই । হাসপাতালে আমার শশুরের সাথে কথা বলে আমি আমার বাড়িতে চলে যাই। উক্ত ঘটনা নিয়ে সংবাদমাধ্যম গুলোতে যে বক্তব্য উপস্থাপন করা হয়েছে, তা সত্য নয়। এতে আমাদের সামাজিক ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে।

বিষয়টি বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হয়েছে। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।