কবিতা “বিজয়ী বিপ্লবী”
বিজয়
তোমরা পাকবাহিনীর তাক করা
বন্দুকের নল দেখে ভয় পেয়েছো,
ভারতের ক্যাম্প গুলোতে বসে মদ-নারী
নিয়ে অট্টহাসিতে বিজয় খুজেছো,
আজ তোমরাই পতাকাকে ঘাবলে
ধরে বসে আছো।
বিজয়
তোমায় শ্রদ্ধা জানানোর শব্দ গুলো দূর্নীতি
তনু কিংবা নুসরাতের আর্তনাদে ধূসর গোধূলি,
বিচারপতি সিনহা শরণার্থী কিংবা মেজর সিনহার বুকে বিদ্ধ বুলেটে গণতন্ত্র দূষিত বুড়িগঙ্গার জ্বল।
আজো প্রভাতফেরী থেকে অক্সিজেনে ভেসে আসে বারুদের গন্ধ।
বিজয়
বিপ্লবী তরিতে খোঁজে ফিরে স্ব-জাতির ভাগ্য
কে দিবে মুক্তির ডাক?
ভেঙ্গে ফেলো কারাগার, পুড়িয়ে দাও উক্তি
যেখানে নেই তোমার-আমার মুক্তির যুক্তি।
ক্ষমতার মসনদে বসে আছে যারা
আমাদের শ্রমে সাজিয়েছে তাদের বালাখানা।