গোদাগাড়ীতে রাতে আঁধারে দুর্বৃত্তে বলি হলো মফিজুল ইসলাম আম বাগান বয়সী
রাজশাহী :রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মোহনপুর ইউনিয়নের বাউটিয়া এলাকায় অনেক স্বপ্ন নিয়ে আম রুপালি জাতের বাগান করেছিলেন মোঃ মফিজুল ইসলাম। কিন্তু ৩-৪ বছর বয়সী সাড়ে তিন শতাধিক গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা।
বাগান মালিক সূত্রে জানা যায়, স্থানীয় হওয়ায় সকলের সাথেই তার সুসম্পর্ক রয়েছে । কারো সাথে কোন পূর্ব শত্রুতা বা খারাপ সম্পর্ক না থাকাই কাউকে সন্দেহ করা সম্ভব হচ্ছে না । তবে তিনি অভিযোগ করে বলেন স্থানীয় কারো সহায়তা ছাড়া একসাথে এতগুলো গাছ কেটে সাবাড় করা কারো পক্ষে সম্ভব নয়।
ঘটনাটি গত ১২ জানুয়ারি ২০২৩ রাত্রি অনুমানিক সাড়ে এগারোটায় দিকে সংঘটিত হয়েছে।
পনে দুই বিঘা জমিতে লাগানো এসব আম গাছ রাতের আঁধারে কেটে ফেলা নিয়ে বাগান মালিক গোদাগাড়ী মডেল থানার একটি লিখিত অভিযোগ দায়ের করেন ।
অভিযোগের পেয়ে গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আঃ মতিন বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। বাকিটা তদন্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান।