মহেশখালীতে দৈনিক যায়যায়দিন পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
হাফিজুর রহমান খান, স্টাফ রিপোর্টার:: মহেশখালীতে ১৯তম বছরের পাঠক প্রিয় দৈনিক যায়যায়দিন পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কেটে উদযাপনে যায়যায়দিন পরিবারের সকল পাঠক, বিজ্ঞাপনদাতা, শুভাকাঙ্খী, শুভানুধ্যায়ী উপস্থিততে অনুষ্ঠিত হয় ৷
বৃহস্পতিবার (৬ জুন) দুপুর ১২টায় উপজেলা পরিষদ মিলনায়তনে মহেশখালী প্রতিনিধির আয়োজনে কেক কেটে প্রতিষ্টাবার্ষিকী উদযাপন করা হয় ৷
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মহেশখালী উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদীন, উপজেলা নির্বাচন অফিসার বিমেলেন্দু কিশোর পাল, মহেশখালী উপজেলা প্রেসক্লাবের সভাপতি জেএইচ এম ইউনুছ, মহেশখালী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) গাজী আবু তাহের, দৈনিক কক্সবাজার সংবাদের সাহাব উদ্দিন সিকদার, দৈনিক কক্সবাজার বাণীর আবুবক্কর ছিদ্দিক, দৈনিক কালবেলার রকিয়ত উল্লাহ, দৈনিক আলোকিত প্রতিদিনের শেখ আব্দুল্লাহ, দৈনিক শিরোমণির ইসরাত শাহজাহানসহ প্রমূখ ৷
মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি হাফিজুর রহমান খান বলেন, পাঠকপ্রিয় প্রিয় দৈনিক যায়যায়দিন পত্রিকার ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কেটে উদযাপনে যারা অংশগ্রহণ করেছেন তাদের আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি ৷ সাথে আপনারা আগামীতে উক্ত পত্রিকার সাথে থাকবেন এ কামনা ৷