ঢাকা | ডিসেম্বর ২৪, ২০২৪ - ৫:৪৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

রাঙ্গুনিয়া হেলথ কেয়ার হসপিটালের উদ্যোগে ফ্রি’তে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Saturday, September 28, 2024 - 12:19 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 19 বার

রাঙ্গুনিয়া প্রতিনিধি: চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান রাঙ্গুনিয়া হেলথ কেয়ার হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের উদ্যোগে ফ্রি’তে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি করা হয়েছে।

শনিবার (২৮ সেপ্টেম্বর) স্কোয়াড রাইডার্স ও ড্রেস আপের সহযোগিতায় উপজেলার ধামাইরহাট বাজারে সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ওই এলাকার প্রায় ৫’শতাধিক মানুষকে নিয়ে এই কর্মসূচি করা হয়। ব্লাড গ্রুপ নির্ণয় কর্মসূচির উদ্বোধন করেন হাসপাতালের ফাইন্যান্স ডিরেক্টর মাওলানা শওকত হোসেন। এসময় উপস্থিত ছিলেন হাসপাতালের জেনারেল ম্যানেজার মো. ইসমাঈল, ধামাইরহাট ব্যবসায়ী সমিতির আহবায়ক ইঞ্জিনিয়ার মো. শাহ আলম, সদস্য কামাল উদ্দিন, নুর উদ্দীন নুরু, মো. হারুন, হাসপাতালের মার্কেটিং মিডিয়া অফিসার ইসমাঈল হোসেন, একাউন্ট ম্যানেজার আবদুর রহিম, ড্রেস আপের সালাউদ্দিন কাদের, স্কোয়াড রাইডার্স এর দায়িত্বশীল আজিম উদ্দিন, তানজির, ইমন, মহিউদ্দিন, আরিফ, ইয়াছিন প্রমুখ।

ব্লাড ক্যাম্পিং এ অংশ নেন হাসপাতালের ল্যাব টেকনোলজিস্ট সত্যেন্দ্রনাথ রয়, শহিদুল্লাহ কায়সার, ইকবাল হোসেন, মো. ওয়াহিদ, জান্নাতুল ফেরদৌস, সাবিয়া সুলতানা সাইমা প্রমুখ।
হাসপাতালের এই কর্মসূচি ধারাবাহিকভাবে রাঙ্গুনিয়ার বিভিন্ন এলাকায় করা হবে বলে জানান জেনারেল ম্যানেজার মো. ইসমাঈল।