ঢাকা | ডিসেম্বর ২৩, ২০২৪ - ১:৫৭ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

ধামইরহাটে পূজা মণ্ডপ পরিদর্শন করেন জেলা প্রশাসক

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Friday, October 11, 2024 - 9:37 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 14 বার
মাসুদ সরকার, ধামইরহাট নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর ধামইরহাটে বৃহস্পতিবার (১০ অক্টোবর) উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন নওগাঁ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব মো. আব্দুল আউয়াল ।
এসময় তার সঙ্গে ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (ভারপ্রাপ্ত) ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সোহেল রানা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ এইচ ইরফান উদ্দিন আহমেদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. সৈকত ইসলাম, ধামইরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা খাতুন, যুব উন্নয়ন কর্মকর্তা কামরুজ্জামান সরদার এবং তথ্য সেবা কর্মকর্তা ইসতিকা আফরিনসহ অন্যান্য সরকারি কর্মকর্তা ও পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ।
প্রথমে জেলা প্রশাসক ধামইরহাট পৌরসভা এলাকায় অবস্থিত ধামইরহাট বাজার শিব মন্দির পরিদর্শন করেন। পরবর্তীতে তিনি বারোয়ারী দূর্গা মন্দির এবং টি এন্ড টি সার্বজনীন দুর্গা মন্দির পরিদর্শন করেন। প্রতিটি পুজামণ্ডপে উপস্থিত পূজা উদযাপন কমিটির সদস্যদের সঙ্গে মত বিনিময় করেন, এবং তাদের কাছ থেকে পূজার আয়োজন ও নিরাপত্তা বিষয়ে খোঁজখবর নেন। তিনি পূজার আয়োজন সম্পর্কে সন্তুষ্টি প্রকাশ করেন এবং সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পূজা উদযাপনের জন্য সকলের প্রতি আহ্বান জানান।
এ সময় জেলা প্রশাসক বলেন, “সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনের জন্য নওগাঁ জেলা প্রশাসন সব ধরনের সহযোগিতা করছে। মণ্ডপগুলোতে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে, যাতে ধর্মীয় সম্প্রীতি বজায় থাকে এবং সকলে উৎসবটি নির্বিঘ্নে উদযাপন করতে পারেন।”
জেলা প্রশাসকের এ পরিদর্শনকে ঘিরে স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে আনন্দের জোয়ার বয়তে দেখা যায়। মণ্ডপগুলোতে তার উপস্থিতি দেখে পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ ও সাধারণ মানুষ গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা জানান, জেলা প্রশাসকের এই পরিদর্শন তাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং পূজা উদযাপনে তাদের আত্মবিশ্বাস আরও দৃঢ় করেছে।
পূজা উদযাপন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকরা জেলা প্রশাসনের এমন আন্তরিকতা ও সহযোগিতার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন। তারা বলেন, “জেলা প্রশাসকের উপস্থিতি আমাদের মনোবল বাড়িয়ে দিয়েছে এবং আমরা আশাবাদী যে এবারের পূজা নির্বিঘ্নে সম্পন্ন হবে।”
ধামইরহাটের প্রত্যন্ত এলাকাগুলোতে জেলা প্রশাসকের পরিদর্শনের মাধ্যমে ধর্মীয় সম্প্রীতি ও সামাজিক বন্ধন আরও সুদৃঢ় হবে বলে স্থানীয় নেতৃবৃন্দ আশা প্রকাশ করেছেন।