মান্দায় ইউপি চেয়ারম্যানের মন্দির পরিদর্শন ও মতবিনিময়
নওগাঁ প্রতিনিধিঃ সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন দূর্গা মন্দির পরিদর্শন, মতবিনিময় ও আর্থিক সহায়তা প্রদান করেছেন ইউপি চেয়ারম্যান এস.এম মুখলেছুর রহমান (কামরুল)
শুক্রবার (১১ অক্টোবর) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত ৯নং তেঁতুলিয়া ইউনিয়নের বিভিন্ন দূর্গা মন্দির পরিদর্শন করে আর্থিক সহায়তা প্রদান ও মতবিনিময় করেন। মন্দির পরিদর্শনের সময় তিনি স্থানীয় পূজা পরিচালনা কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন এবং সার্বিক সহযোগীতার কথা জানান। এছাড়াও আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সকলের সহযোগিতা কামনা করেন তিনি ।
এসময় উপস্থিত ছিলেন, ইউপি সদস্য দেলোয়ার হোসেন,কাবিরুল ইসলাম, মাসুদ রানা, যুব নেতা সেখ সুমন, মিজানুর রহমান, মোশারফ হোসেন সহ অনেকে।